ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

মনস্তাত্ত্বিক টানাপোড়েন ও মুক্তিযুদ্ধের পরিক্রমা

সুহৃদ পাঠচক্র

মনস্তাত্ত্বিক টানাপোড়েন ও মুক্তিযুদ্ধের পরিক্রমা

অলংকরণ :: দেওয়ান আতিকুর রহমান

সাগর মল্লিক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৪ | ২৩:০৪

সমকাল সুহৃদ সমাবেশ ঢাকা কেন্দ্রীয় কমিটি ১ এপ্রিল সমকাল সভাকক্ষে আয়োজন করে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের গুরুত্বপূর্ণ উপন্যাস ‘নিষিদ্ধ লোবান’-এর ওপর আলোচনা। এতে প্রধান আলোচক ছিলেন সৈয়দ শামসুল হকের স্ত্রী কথাসাহিত্যিক ও মনোরোগ বিশেষজ্ঞ আনোয়ারা সৈয়দ হক। সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সমকালের উপসম্পাদক মাহবুব আজীজ, সহযোগী সম্পাদক শেখ রোকন, হেড অব ইভেন্টস হাসান জাকির, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাংলা বিভাগের শিক্ষক নবনীতা চক্রবর্তী, প্যারা অলিম্পিক কোচ সোহেল রানা প্রমুখ। সুহৃদ বিভাগীয় সম্পাদক আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত পাঠপ্রতিক্রিয়ায় অংশ নেন ঢাকার সুহৃদরা। পাঠচক্রের বিস্তারিত নিয়ে আয়োজন…

সৈয়দ শামসুল হকের ‘নিষিদ্ধ লোবান’ বইয়ের লোবান অর্থ কী? লেখক হয়তো এখানে লোবান বলতে বুঝিয়েছেন লাশের পোড়া গন্ধকে। অর্থাৎ মহান স্বাধীনতা যুদ্ধের সময় যে মৃত্যুর হোলিখেলা চলেছিল, তা বন্ধের কথা বুঝিয়েছেন। নান্দনিক লিখনশৈলী আর গল্প গঠনে নতুনত্বের জন্য খ্যাতি অর্জন করেছিলেন সৈয়দ শামসুল হক। নিষিদ্ধ লোবান বইটি এর ব্যতিক্রম নয়। একটি উপন্যাসজুড়ে কোথাও যুদ্ধ নেই, মুক্তিবাহিনী কিংবা পাকিস্তানি সেনাবাহিনীর তৎপরতা নেই, কিন্তু গল্পজুড়ে যুদ্ধের নির্যাস আছে। মুক্তিযুদ্ধ মানে গোলাগুলি, মুক্তিবাহিনী, পাকিস্তানি সেনাবাহিনী, যুদ্ধের বিশাল ক্যানভাস। সৈয়দ শামসুল হকের নিষিদ্ধ লোবান আমাদের মুক্তিযুদ্ধের গল্প বটে, কিন্তু যুদ্ধকালীন মানুষের মনস্তাত্ত্বিক টানাপোড়েনই বেশি ফুটে উঠেছে।

গল্পের শুরু ট্রেন জার্নিকে কেন্দ্র করে। ঢাকা থেকে একটি ট্রেন জলেশ্বরীর দিকে যাচ্ছে, কিন্তু ট্রেন নবগ্রাম স্টেশনে এসে দাঁড়ায়। সবাই নেমে যায়, থেকে যায় বিলকিস নামে এক যাত্রী। ট্রেনটি সামনের দিকে যাবে না, ফিরে যাবে ঢাকায়। কী এমন হয়েছে, কেউ উত্তর দেয় না বিলকিসকে। অগত্যা হেঁটে চলে জলেশ্বরীর দিকে। তখন সিরাজ নামে এক ছেলে তার সঙ্গী হয়। এরপর দু’জনকে সমানতালে রেখে গল্প এঁকেবেঁকে চলতে থাকে। গল্পের মূল প্রোটাগনিস্ট কে– তা ঠিক ধরা যায় না। কিন্তু গল্পের মূল বিষয় মনের দ্বন্দ্ব। সুতরাং, বলা চলে যুদ্ধকালীন দেশ, পরিবার, প্রিয়জন নিয়ে যে মনস্তাত্ত্বিক বিষয়গুলোর জন্ম হয়েছিল, এর একটি চিত্রাঙ্কনের চেষ্টা করা হয়েছে এখানে। সৈয়দ শামসুল হকের ‘নিষিদ্ধ লোবান’-এর মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে সব পাঠককে স্বাগত; নির্যাসিত হোক সুগন্ধি শুদ্ধতম ইতিহাসের, যুদ্ধ থেকে মুক্তির। 
সুহৃদ, ঢাকা

আরও পড়ুন

×