ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

বিভীষিকাময় ঘটনার দিনলিপি

সুহৃদ পাঠচক্র

বিভীষিকাময় ঘটনার দিনলিপি

রাজধানীর তেজগাঁওয়ে সমকাল সভাকক্ষে অনুষ্ঠিত সুহৃদ পাঠচক্র শেষে আলোচক ও অতিথিদের সঙ্গে ঢাকার সুহৃদরা ছবি: মামুনুর রশিদ

আসাদুজ্জামান

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৪ | ২৩:১০ | আপডেট: ০৮ এপ্রিল ২০২৪ | ২৩:১১

সমকাল সুহৃদ সমাবেশ ঢাকা কেন্দ্রীয় কমিটি ১ এপ্রিল সমকাল সভাকক্ষে আয়োজন করে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের গুরুত্বপূর্ণ উপন্যাস ‘নিষিদ্ধ লোবান’-এর ওপর আলোচনা। এতে প্রধান আলোচক ছিলেন সৈয়দ শামসুল হকের স্ত্রী কথাসাহিত্যিক ও মনোরোগ বিশেষজ্ঞ আনোয়ারা সৈয়দ হক। সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সমকালের উপসম্পাদক মাহবুব আজীজ, সহযোগী সম্পাদক শেখ রোকন, হেড অব ইভেন্টস হাসান জাকির, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাংলা বিভাগের শিক্ষক নবনীতা চক্রবর্তী, প্যারা অলিম্পিক কোচ সোহেল রানা প্রমুখ। সুহৃদ বিভাগীয় সম্পাদক আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত পাঠপ্রতিক্রিয়ায় অংশ নেন ঢাকার সুহৃদরা। পাঠচক্রের বিস্তারিত নিয়ে আয়োজন…

সময় বদলেছে, বদলেছে মানুষের চলন-বলন। বদলেছে পাঠাভ্যাস। এমন বদলে যাওয়া সময়ে সুহৃদদের পাঠচক্র যেন অনন্য এক আবহ তৈরি করে। যেখানে এমন কিছু মানুষের সমাগম ঘটে যারা চান, তরুণ প্রজন্মের মধ্যে অব্যাহত থাকুক বই পড়ার অভ্যাস। যারা সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি নিজেরা বই পড়েন এবং অন্যদের বই পড়ায় উৎসাহিত করেন। এরই ধারাবাহিকতায় সমকাল সুহৃদ সমাবেশ আয়োজিত পাঠচক্রের ষষ্ঠ আসর হয়ে গেল সমকাল সভাকক্ষে। এবারের পাঠ্যবই ছিল সৈয়দ শামসুল হকের গুরুত্বপূর্ণ উপন্যাস ‘নিষিদ্ধ লোবান’। এতে প্রধান আলোচক ছিলেন সৈয়দ হকের স্ত্রী কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। পরিচিতি পর্ব শেষে বিশ্লেষণধর্মী পাঠপ্রতিক্রিয়া ব্যক্ত করেন অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শারমিন আকতার, সমকালের সহসম্পাদক রিক্তা রিচি, ঢাকার সুহৃদ সাগর মল্লিক, কুসুম তাহেরা, কেন্দ্রীয় কমিটির সদস্য আকবর হোসাইন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুহৃদ রিফতি আল জাবেদ। তাদের পাঠপ্রতিক্রিয়ায় সৈয়দ শামসুল হকের কঠিন পরিস্থিতিতে লেখা চালিয়ে যাওয়া, বাঙালির বিভিন্ন আন্দোলন-সংগ্রামের সব ঘটনার বর্ণনাসহ লেখনীর মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করার বিষয়টিও উঠে আসে।

অলংকরণ :: দেওয়ান আতিকুর রহমান

অনুষ্ঠানে আনোয়ারা সৈয়দ হক সুহৃদদের সঙ্গে বিভিন্ন সময় সংঘটিত আন্দোলন-সংগ্রামের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ‘সৈয়দ শামসুল হকের প্রতিটি বই-ই একেকটি উপাখ্যান। প্রতিটি বই যেন একেকটি তোরণদ্বার। সেখানে প্রবেশ করে মণিমুক্তা আহরণ করা যায়।’ তিনি তরুণ প্রজন্মকে ক্রমাগতভাবে লেখালেখির পরামর্শ দেন। আনোয়ারা সৈয়দ হক আরও বলেন, ‘আমি পাকিস্তান এবং পরবর্তী সময়ে বাংলাদেশের মিলিটারিতে কাজ করেছি। আমরা মুক্তিযুদ্ধের আগে, মুক্তিযুদ্ধের সময় এবং পরবর্তী সময়ে এ দেশে সামরিক শাসনের ভয়াবহ অবস্থা পার করেছি। ১৯৭১ সালের ২৫ মার্চ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত আমি আর সৈয়দ শামসুল হক একসঙ্গে ছিলাম। এই সময়কার প্রতিটি ঘটনা তিনি ডকুমেন্টেড করেছেন। তাঁর যত উপন্যাস রয়েছে, এর মধ্যে নিষিদ্ধ লোবান অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস। তিনি বইয়ের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করতে পেরেছেন।’ সুহৃদ সমাবেশকে ধন্যবাদ জানিয়ে তরুণদের এমন আয়োজনে নিয়মিত যুক্ত হওয়ার আহ্বান জানান আনোয়ারা সৈয়দ হক।

পাঠচক্র শেষে সুহৃদরা সাংগঠনিক আলোচনা করেন। পরে ইফতার ও রাতের খাবার পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় আয়োজন। v
বিভাগীয় সম্পাদক, সমকাল সুহৃদ সমাবেশ 

আরও পড়ুন

×