পটুয়াখালী
আনন্দ-আড্ডার দিন

আনন্দ আড্ডার ফাঁকে ফটোসেশনে পটুয়াখালীর সুহৃদরা
হাওলাদার অনু
প্রকাশ: ২১ মে ২০২৪ | ০৮:৪৬
পটুয়াখালীর দুমকীতে নানা আয়োজনে সুহৃদদের বার্ষিক আনন্দ আড্ডা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি শহরসংলগ্ন লাউকাঠি নদীর কোলঘেঁষে খলিসাখালী এলাকায় অবস্থিত ডিসি পার্কে সুহৃদদের এ আনন্দ আড্ডার আয়োজন করা হয়। আড্ডায় নাচ-গান ও গল্পে মেতে ওঠেন পটুয়াখালীর সুহৃদরা। মধ্যাহ্নভোজের পর বিকেলে সুহৃদদের মধ্যে আয়োজন করা হয় বল ও বালিশ নিক্ষেপ এবং হাঁড়িভাঙাসহ নানা ধরনের খেলার। ডিসি পার্কে পুরো দিন আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন সুহৃদরা। সবশেষে সাংগঠনিক আলোচনা ও পুরস্কার বিতরণ পর্ব অনুষ্ঠিত হয়।
জেলা সুহৃদ সভাপতি মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন সমকালের জেলা প্রতিনিধি ও জেলা সুহৃদ সমন্বয়ক মুফতী সালাহউদ্দিন। তিনি বলেন, পটুয়াখালীর সুহৃদরা নিয়মিত সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রম করে আসছেন। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
আয়োজনে সক্রিয়ভাবে অংশ নেন–উপদেষ্টা কবি গাজী হানিফ, সৈয়দ তাজুল ইসলাম, সোনিয়া কর্মকার, জ্যেষ্ঠ সহসভাপতি পলাশ চন্দ্র হাওলাদার, সহসভাপতি সাইয়ারা আফিয়া ঝুমুর, সাধারণ সম্পাদক মাহবুবা হক মেবিন, সুহৃদ রুবিনা রুবি, জায়েদ গাজী, সোলায়মান মাহমুদ, নাজমুল খান, ফারহানা ইয়াসমিন ছন্দা, ফারজানা ইসলাম, হাওলাদার অনু, জিয়াউর রহমান, সুমন হোসেন, রাজিব ইসলাম, রাকিব প্রমুখ। এ সময় সুহৃদরা সংক্ষিপ্ত সাংগঠনিক সভায় আগামী দিনের কর্মপরিকল্পনা করেন। v
সুহৃদ সরকারি কলেজ, পটুয়াখালী
- বিষয় :
- আড্ডা