বিতর্কমুখর বিভাগীয় উৎসব
চট্টগ্রামে চ্যাম্পিয়ন নোয়াখালী

চলছে যুক্তি পাল্টা যুক্তির লড়াই
মারজান আক্তার
প্রকাশ: ২১ মে ২০২৪ | ০৮:৫৪
যুক্তির খণ্ডনে তুমুল যুক্তির লড়াইয়ের মাধ্যমে শেষ হলো বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের আয়োজন। শনিবার চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে বিজয়ী হয়ে জাতীয় পর্যায়ে লড়াইয়ের সুযোগ পেয়েছে নোয়াখালী জিলা স্কুল। রানার্সআপ হয়েছে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
শনিবার সকাল ১০টা থেকে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় (বাওয়া) স্কুল মিলনায়তনে শুরু হয় বিতর্ক অনুষ্ঠান। আটটি স্কুলের মধ্যে তিন ধাপে অনুষ্ঠিত হয় এ বিতর্ক প্রতিযোগিতা। চূড়ান্ত পর্যায়ে ‘পরিবেশ দূষণ রোধে শুধু নীতিমালা নয়, সামাজিক সচেতনতা জরুরি’– এ বিষয়ে বিতর্কের তুমুল লড়াই শেষে বিপক্ষ দল জয়ী হয়। বিজয়ী দল নোয়াখালী জিলা স্কুলের বিতার্কিকরা হলো তালহা মাহমুদ, মাহেন্দ্র মহীয়ান উদ্ভাস ও দলনেতা ফাইজুস সালেহীন সামিন। সেরা বিতার্কিক হয়েছে বিজয়ী দলের তালহা মাহমুদ। রানার্সআপ ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ের বিতার্কিকরা হলো রওনক কুলসুম, সাবিহা তাবাসসুম ও অমরিতা সেন।
অনুষ্ঠানে সমকালের রিজিওনাল এডিটর ও চট্টগ্রাম ব্যুরোপ্রধান সারোয়ার সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দীন বাচ্চু, বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ মো. আরিফ উল হাছান চৌধুরী ও জ্যেষ্ঠ শিক্ষক ড. সাবিনা ইয়াসমিন।
প্রধান অতিথির বক্তব্যে মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘বিতর্কে অংশগ্রহণের মাধ্যমে যেমন জ্ঞানের চর্চা হয়, তেমনি যুক্তি দিয়ে ভাবার প্রবণতা তৈরি হয়। আমি নিজেও স্কুল ও কলেজ পর্যায়ে বিতর্ক করেছি। বিতর্কের জন্য আগ্রহের পাশাপাশি বিস্তর জ্ঞান বা ধারণা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ে নামতে হয়। সমাজে কুসংস্কার দূর করতে হলে যুক্তির প্রমাণ প্রয়োজন হয়। শিক্ষার্থীদের মধ্যে এ প্রচেষ্টা দেখে আনন্দিত হয়েছি।’
মো. মহিউদ্দীন বাচ্চু বলেন, ‘শিক্ষার্থীদের এই প্রাণবন্ত উপস্থাপন দেখে আমি বেশ মুগ্ধ হয়েছি। যুক্তির এ লড়াইয়ের সঙ্গে বিজ্ঞানের সংযোগ আরও আকর্ষণ যোগ করেছে। শিক্ষার্থীদের সঙ্গে শত শত মাইল দূর থেকে আসা শিক্ষক ও অভিভাবকদের অবদানও প্রশংসাযোগ্য।’
প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (সিউডিএস)। বিজ্ঞান বিতর্কের চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে সাতটি স্কুলের ২১ জন বিতার্কিক অংশগ্রহণ করে। v
চবি প্রতিনিধি
- বিষয় :
- যুক্তিতর্ক উপস্থাপন শেষ