ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

পটুয়াখালী সরকারি মহিলা কলেজে কমিটি

পটুয়াখালী সরকারি মহিলা কলেজে কমিটি

কমিটি গঠন শেষে পটুয়াখালী সরকারি মহিলা কলেজ সুহৃদদের একাংশ

তানজিলা স্বর্ণা

প্রকাশ: ০২ জুলাই ২০২৪ | ০৯:০৭

পটুয়াখালী সরকারি মহিলা কলেজে সমকাল সুহৃদ সমাবেশের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ লক্ষ্যে ২৬ জুন বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসে সুহৃদ রাবিনা আক্তার আমরিনের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমকালের জেলা প্রতিনিধি ও জেলা সুহৃদ সমন্বয়ক মুফতি সালাহউদ্দিন, জেলা সুহৃদ সমাবেশের ভারপ্রাপ্ত সভাপতি পলাশ চন্দ্র হাওলাদার, সহসভাপতি সাইয়ারা আফিয়া ঝুমুর, সাধারণ সম্পাদক মাহবুবা হক মেবিন, পটুয়াখালী সরকারি কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হাওলাদার অনু। অন্যদের মধ্যে বক্তব্য দেন শামীমা আক্তার মীম, আফসানা, জান্নাতুল ফেরদৌসী বৃষ্টি, জান্নাতুল ফেরদৌসী প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে রাবিনা আক্তার আমরিনকে আহ্বায়ক, শামীমা আক্তার মীমকে যুগ্ম আহ্বায়ক ও জান্নাতুল ফেরদৌসী বৃষ্টিকে সদস্য সচিব করে ৯ সদস্যবিশিষ্ট পটুয়াখালী সরকারি মহিলা কলেজ শাখার সমকাল সুহৃদ সমাবেশের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হচ্ছেন–আফসানা, তানজিলা স্বর্ণা, শতাব্দী কর্মকার পূজা, রিমি আক্তার, মিতু দাস ও জান্নাতুল ফেরদৌসী। এ আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। মুফতি সালাহউদ্দিন বলেন, ‘সংগঠন মানুষকে ভালো কিছু করার তাড়না দেয়, প্রেরণা দেয় এবং দেশ ও জাতির দুঃসময়ে পাশে দাঁড়ানোর সাহস জোগায়। সমকাল শুধু একটি পত্রিকাই নয়, আন্দোলনও। সমকালের বড় শক্তি সুহৃদরা। আমরা বিশ্বাস করি, ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’। সুহৃদরাই পারবে সব আঁধার কাটিয়ে সর্বত্র আলো ছড়িয়ে দিতে’। v
সুহৃদ পটুয়াখালী সরকারি মহিলা কলেজ
 

আরও পড়ুন

×