রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাঠচক্র

পাঠচক্র শেষে ইফতারের আয়োজন করেন সুহৃদরা
আবু সাহাদাৎ বাঁধন
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫ | ০০:১৪
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে মুক্তিযুদ্ধভিত্তিক কালজয়ী উপন্যাস ‘রাইফেল রোটি আওরাত’ নিয়ে এক বিশেষ পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। ২০ মার্চ বিকেল ৫টায় রাজশাহী নগরীর থিম ওমর প্লাজার একটি রেস্টুরেন্টে এ আয়োজন সম্পন্ন হয়। অংশগ্রহণকারীরা একসঙ্গে ইফতার করেন।
এই পাঠচক্রে উপস্থিত ছিলেন– সমকাল সুহৃদ সমাবেশ, রাবি সহসভাপতি সম্পা রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ খালিদ, তাজিউর রহমান তাজ, সুহৃদ সদস্য তপু, সিহাবসহ অন্যান্য সদস্য। এ ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাসপ্রেমী, শিক্ষার্থী ও সাহিত্য অনুরাগীরাও অংশগ্রহণ করেন। ‘রাইফেল রোটি আওরাত’ ড. আনোয়ার পাশা রচিত একটি অনন্য মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস, যা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ত্যাগ, বীরত্ব, যন্ত্রণা ও সংগ্রামের এক জীবন্ত দলিল। এই উপন্যাসে মুক্তিযুদ্ধের ভয়াবহ বাস্তবতা তুলে ধরা হয়েছে। পাকিস্তানি বাহিনীর নির্মমতা, দেশের মানুষের বেঁচে থাকার লড়াই, নারীর প্রতি পাশবিক নির্যাতন এবং যুদ্ধে অংশ নেওয়া সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা ও বীরত্ব এতে সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। এই আয়োজন প্রমাণ করে, মুক্তিযুদ্ধ কেবল অতীতের ঘটনা নয়, বরং বর্তমান ও ভবিষ্যৎ চেতনাকে গঠনের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাহিত্য ও ইতিহাসচর্চার মাধ্যমে তরুণ প্রজন্ম দেশের সঠিক ইতিহাস জানতে পারবে এবং তাদের দেশপ্রেম আরও দৃঢ় হবে। v
সভাপতি সুহৃদ সমাবেশ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
- বিষয় :
- ইফতার