ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ফরাসি ইঞ্জিন গ্রিজম্যান

ফরাসি ইঞ্জিন গ্রিজম্যান

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২২ | ২১:২৯

চার বছর আগে রাশিয়ায় চার গোল করে ফ্রান্সের শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছিলেন আন্তেনিও গ্রিজম্যান। কাতারে এখনও জালের দেখা পাননি। অথচ তাঁকে নিয়ে চারদিকে ধন্য ধন্য পড়ে গেছে। 'গোল্ডেন বল' এর অন্যতম দাবিদার হিসেবে ভাবা হচ্ছে তাঁকে। ৩১ বছর বয়সী এ তারকা ক্যারিয়ারের পুরোটা সময় উইঙ্গার কিংবা স্ট্রাইকার হিসেবে খেলেছেন। সময়ের প্রয়োজনে এখন তিনি মিডফিল্ডার হিসেবে খেলছেন। নতুন ভূমিকায় তিনি কেবল সফলই নন, অনেকে তাঁকে জিদান-প্লাতিনির মিশেলও বলছেন।

পল পগবা ও এনগোলা কন্তে চোটে পড়ে ছিটকে যাওয়ায় বিপদে পড়ে গিয়েছিল বিশ্বচ্যাম্পিয়নরা। চার বছর আগে শিরোপা জয়ে এ দু'জনের ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। তাই কাতারে আসার আগে এ সমস্যার সমাধানে গ্রিজম্যানের শরণাপন্ন হন কোচ দিদিয়ের দেশম। দলের প্রয়োজনে ২০১৬ ইউরোতে ৬ গোল করে সর্বোচ্চ গোলদাতা হওয়া গ্রিজম্যান এবার বনে যান প্লে-মেকার। গোল করা বাদ দিয়ে তিনি এখন গোল বানিয়ে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। একজন স্ট্রাইকার খ্যাতি-যশ সব ছেড়েছুড়ে শ্রমিক হয়ে গেছেন! এটা যে কত বড় ত্যাগ, সেটা ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবে না। মিডফিল্ডের দুই স্তম্ভ ছিটকে যাওয়ার পর কাতারে গিয়ে অনুশীলন করার সময় চোট পেয়ে বসেন তারকা স্ট্রাইকার করিম বেনজেমাও। তাই দায়িত্বটা আরও বেড়ে যায় গ্রিজম্যানের। এ দায়িত্ব তিনি বেশ সুচারুরূপে পালন করছেন বলে মনে করছেন সাবেক আর্জেন্টাইন তারকা পাবলো জাবালেতা, 'পগবা, কন্তে, বেনজেমা- এই তিনজনের কাজটা একা করছে সে।'

আসলে খাপ খাইয়ে নেওয়ার অদ্ভুত এক ক্ষমতা রয়েছে গ্রিজম্যানের। অতীতেও তিনি নিজেকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াতে দক্ষতা দেখিয়েছেন। তিনি জাত খেলোয়াড় বলেই এটা সম্ভব হয়েছে। ২০১৬ সালে ফ্রান্সের প্রধান তারকা ছিলেন গ্রিজম্যান। অথচ দুই বছরের ব্যবধানে কিলিয়ান এমবাপ্পের আবির্ভাবে ফোকাসটা পুরোপুরি ঘুরে গেল। তবে ফরাসিদের নতুন সুপারস্টারের সঙ্গে নিজেকে দারুণভাবে মানিয়ে নিলেন তিনি। মজার বিষয় হলো, এ পরিবর্তনের ফলে দলে তাঁর গুরুত্ব এতটুকু কমেনি। কাতারে তো তিনি দলের ইঞ্জিন হিসেবে কাজ করছেন। চুয়েমেনি ও র‌্যাবিওতকে সঙ্গে নিয়ে মাঝমাঠের নেতৃত্ব দিচ্ছেন তিনি। প্রতিপক্ষের আক্রমণ রোখার পাশাপাশি সামনে থাকা তিন ফরোয়ার্ড এমবাপ্পে, দেম্বেলে ও জিরুদের জন্য বিরামহীনভাবে বলের জোগান দিচ্ছেন তিনি।

নতুন ভূমিকায় গ্রিজম্যান যে এতটা কার্যকর হবেন, সেটা কোচ দেশমও ভাবতে পারেননি। অথচ গ্রিজম্যান জানিয়েছেন, তাঁর নাকি এবার সুনির্দিষ্ট কোনো দায়িত্ব নেই।

আরও পড়ুন

×