ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ভ্রাতৃত্বের জয়গান নিয়ে শুরু ফাইন্যান্স চ্যাম্পিয়নস লিগ

ভ্রাতৃত্বের জয়গান নিয়ে শুরু ফাইন্যান্স চ্যাম্পিয়নস লিগ

এক ফ্রেমে ঢাকা বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৩ | ১০:২৭ | আপডেট: ০৬ অক্টোবর ২০২৩ | ১০:২৭

সিনিয়র-জুনিয়র একতার বন্ধন আর ভ্রাতৃত্বের জয়গান নিয়ে শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স বিভাগের আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট, 'ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড ফাইন্যান্স চ্যাম্পিয়নস লিগ – ২০২৩।' ফাইন্যান্স চ্যাম্পিয়নস লিগ (এফসিএল)-এর এটি ১২তম আসর। আজ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে ওল্ড শ্যুটারস বনাম ২৬তম ব্যাচের ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের এবারের আসর মাঠে গড়ালো।

ঢাকা বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মোট ১০টি দল; দুইটি গ্রুপে ভাগ হয়ে এবারের আসরে অংশ নিচ্ছে। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ২৬তম ব্যাচ। উদ্বোধনী ম্যাচে প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গড়া দল 'ওল্ড শ্যুটারস'-কে ১-০ গোলে হারিয়ে এবারের আসরেও শুভসূচনা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ২৬তম ব্যাচের হয়ে একমাত্র গোলটি করেন সাকিবুল হাসান।

২৬ তম ব্যাচের গোলদাতা সাকিবুল হাসান

ফুটবল কেবলমাত্র উপলক্ষ হলেও এটি আদতে ফাইন্যান্স বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে এক মিলনমেলা। তাই তো, সিনিয়র-জুনিয়র সবার কণ্ঠেই খেলা ছাপিয়ে বারবার উঠে এলো ভ্রাতৃত্বের কথা। প্রাক্তন শিক্ষার্থীদের সাথে বর্তমান শিক্ষার্থীদের মধ্যে একতার বন্ধন তৈরির মঞ্চও এই এফসিএল। এফসিএল-এর উদ্যোক্তা ও ১৩তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী তানভীর চৌধুরী মুরাদ বলেন, 'ফিন্যান্সের ফুটবল প্রেমীদের একই ছাতার নিচে নিয়ে আসার জন্য এক যুগেরও বেশি সময় ধরে ফাইন্যান্স চ্যাম্পিয়নস লিগ (এফসিএল)  অনন্য ভূমিকা পালন করছে। ২০২৩ এফসিএল আয়োজনের মধ্য দিয়ে এবারের আয়োজক ২৬তম ব্যাচ এই ধারাকে অব্যাহত রাখছে। এই আয়োজনের মাধ্যমে আশা করি নতুন কিছু খেলোয়াড় ফাইন্যান্স বিভাগের ফুটবল পরিবারে যুক্ত হবে। স্বার্থক হোক এই আয়োজন, ফুটবল হোক ভ্রাতৃত্বের মাধ্যম।'

গ্রুপ পর্বের খেলা শেষে দুটি সেমিফাইনাল ও ফাইনালের মাধ্যমে আগামী ১৪ অক্টোবর এবারের আসরের পর্দা নামবে। ফাইন্যান্স চ্যাম্পিয়নস লিগের ১২তম আসরের পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড। এছাড়া মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক সমকাল।

আরও পড়ুন

×