ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

এমবাপ্পেকে ‘নাকের ডাক্তার’ বললেন বেলিংহাম 

এমবাপ্পেকে ‘নাকের ডাক্তার’ বললেন বেলিংহাম 

এক ফ্রেমে এমবাপ্পে ও বেলিংহাম। ছবি: টুইটার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪ | ১৫:৪০

গেটাফের বিপক্ষে ২-০ গোলের জয়ে জুড বেলিংহাম ও কিলিয়ান এমবাপ্পে গোল করেন। পেনাল্টি থেকে দলকে প্রথম লিড এনে দেওয়ার পর দাঁড়িয়ে উদযাপন করেন ইংলিশ মিডফিল্ডার বেলিংহাম। তখন কাছে গিয়ে মুখে হাত দিয়ে উদযাপনে অংশ নেন এমবাপ্পে। 

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (পূর্বে টুইটার) ওই ছবি পোস্ট করেছেন বেলিংহাম। ক্যাপশনে লিখেছেন, ‘নাক বিশেষজ্ঞ (সব ঠিক আছে কিনা) দ্রুত দেখে নিচ্ছেন।’ সঙ্গে হাসির ইমোজি দিয়েছেন গত মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া এই মিডফিল্ডার। 

তার ওই পোস্ট আবার রিয়াল মাদ্রিদ ফ্যানস-এর এক্স একাউন্টে শেয়ার করা হয়েছে। সেখানে লেখা হয়েছে- জুড বেলিংহাম ঠিক আছেন কিনা তা পরীক্ষা করলেন এমবাপ্পে। 

পিএসজি থেকে চলতি মৌসুমে রিয়ালে যোগ দেওয়া এমবাপ্পেকে নাক বিশেষজ্ঞ বলার কারণ আছে। গত ইউরো চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের ম্যাচে কর্ণার কিকে হেড করতে গিয়ে নাক ফাঁটিয়ে ফেলেন এমবাপ্পে। যে কারণে ম্যাচও মিস করেন। ছবির সঙ্গে ওই ঘটনা মিলিয়ে এমবাপ্পেকে নাক বিশেষজ্ঞ বলেছেন বেলিংহাম।     

আরও পড়ুন

×