ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ঢাকা-আসাম হ্যান্ডবল সিরিজের উদ্বোধন

ঢাকা-আসাম হ্যান্ডবল সিরিজের উদ্বোধন

ঢাকা-আসাম হ্যান্ডবল সিরিজের উদ্বোধন।

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০২৪ | ২০:২৮ | আপডেট: ৩০ জুন ২০২৪ | ২০:২৮

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন ও ভারতের আসাম রাজ্য হ্যান্ডবল এসোসিয়েশন-এর উদ্যোগে ‘ঢাকা-আসাম হ্যান্ডবল সিরিজ (পুরুষ ও নারী)-২০২৪’ এর উদ্বোধন রোববার পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সাবেক মহাসচিব ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাবেক সভাপতি বর্ষীয়ান ক্রীড়া সংগঠক গোলাম কুদ্দুস চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিরিজটির উদ্বোধন করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর। 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হ্যান্ডবল এসোসিয়েশন অফ ইন্ডিয়ার সহ সভাপতি ও আসাম হ্যান্ডবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অমল নারয়ণ পাটোয়ারী, ঢাকা-আসাম হ্যান্ডবল সিরিজ (পুরুষ ও নারী)-২০২৪’র আহবায়ক মো. মকবুল হোসেনসহ বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ।

উদ্বোধনের পর অনুষ্ঠিত ম্যাচে পুরুষ বিভাগে ঢাকা হ্যান্ডবল দল ৪৭-২৪ গোলে আসাম হ্যান্ডবল দলকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ২৩-১১ গোলে এগিয়ে ছিলো। ঢাকা হ্যান্ডবল দলের ৯ নম্বর জার্সির ফয়সাল সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

আরও পড়ুন

×