ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

স্বর্ণ জিতে ‘ভারমুক্ত’ মনে হচ্ছে বাইলসের

স্বর্ণ জিতে ‘ভারমুক্ত’ মনে হচ্ছে বাইলসের

সিমোন বাইলসের উদযাপন। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৪ | ১৬:১৫ | আপডেট: ৩১ জুলাই ২০২৪ | ১৬:১৬

রিও অলিম্পিক সিমোন বাইলসকে তারকাখ্যাতি দিয়েছিল। তখন ১৯ বছরের এক তরুণী ছিলেন তিনি। ব্রাজিলে গিয়ে যুক্তরাষ্ট্রের তরুণ এই জিমন্যাস্টিকস পাঁচটি পদক তুলে নেন। যার চারটি ছিল স্বর্ণ। 

টোকিও অলিম্পিকে ওই বাইলসের কাছে প্রত্যাশা বেড়ে যাওয়া স্বাভাবিক ছিল। অভিজ্ঞ ও পরিণত বাইলস এবং তার সতীর্থরা জিমন্যাস্টিকে স্বর্ণ জিতবেন এ বিষয়ে খুব কম সন্দেহ ছিল। কিন্তু অবাক হওয়ার মতো বিষয় হলো- টোকিওতে কোন স্বর্ণ জিততে পারেননি তিনি। 

তিনি ও তার দল অবশ্য ফাইনাল রাউন্ডে উঠে গিয়েছিলেন। কিন্তু পদকের লড়াই থেকে নাম প্রত্যাহার করে নেন সিমোন বাইলস। কোন ইনজুরিতে পড়েননি তিনি। মনের অসুখে ভুগছিলেন আর্টিস্টিক জিমন্যাস্টিকসে পাঁচটি স্বর্ণসহ মোট আটটি পদক জিতে সর্বকালের অন্যতম সেরার খেতাব পাওয়া এই নারী।  

যে কারণে তিনি ফাইনাল রাউন্ড থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন। বাইলেসের কারণে তার সতীর্থরা টোকিওতে পদক জয়ের কীর্তি থেকে বঞ্চিত হন। এবার প্যারিসে স্বর্ণ জিতে নিজেকে নির্ভার ও চাপমুক্ত মনে হচ্ছে বাইলসের, “ভল্ট শেষ করার পরে খুব নির্ভার লাগছিল। আমি নিজের সঙ্গে বলছিলাম, ‘ওয়াও, আর পিছনে ফিরে তাকানো নয়।” 

২০১৬’র পর প্যারিসে দলীয়ভাবে স্বর্ণ জয় নিয়ে বাইলস বলেন, ‘আমার বিষণভাবে মনে হচ্ছিল ভারমুক্ত হলাম। যখনই আমি নামলাম তখনই বুঝতে পেরেছিলাস, এটা আমরা জিততে যাচ্ছি। এখন আমি অনেক অভিজ্ঞ। এবার আমরা অনেক উপভোগ করছি। রিও’র সঙ্গে এবারের জয়ের অনুভূতি তাই একেবারেই  আলাদা।’

আরও পড়ুন

×