পারিশ্রমিক পেতে বিসিবির দ্বারস্থ ৫ নারী ক্রিকেটার
-samakal-627bab7404954.jpg)
ফাইল ছবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২২ | ০৬:২৬ | আপডেট: ১১ মে ২০২২ | ০৬:২৬
পারিশ্রমিক পেতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শরণাপন্ন হলেন শেখ রাসেল স্পোর্টস একাডেমির ৬ জন নারী ক্রিকেটার। বুধবার মিরপুরের বিসিবি কার্যালয়ে উপস্থিত হয়ে প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বরাবর চিঠি দিয়েছেন তারা। বিসিবির উইমেন্স উইং ম্যানেজার তৌহিদ মাহমুদ চিঠিটি গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। এই পাঁচ নারী ক্রিকেটার হলেন, শায়লা শারমিন, তাহিন তাহেরা, তাজিন আক্তার, রূপা রায় ও ইতি মণ্ডল।
২০১৯ সালে ঢাকা ওমেন্স প্রিমিয়ার লিগে শেখ রাসেল স্পোর্টস পরিষদের হয়ে খেললেও চুক্তিবদ্ধ অনুযায়ী তারা টাকা পরিশোধ করেনি। বিভিন্ন সময় পাওনা পরিশোধের কথা বললেও এখনো তা দেওয়া হয়নি। বিষয়টি এর আগেও বিসিবির দায়িত্বপ্রাপ্ত কর্মকতার কাছে জানানো হলেও কোন সুরাহা হয়নি।
এবারের প্রিমিয়ার লিগ চলতি মাসে ২০ মে থেকে শুরু হতে যাচ্ছে। বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বরাবর লেখা চিঠিতে এবারের ঢাকা লিগ শুরুর আগেই পারিশ্রমিকের বিষয়টির সুরাহা চেয়েছেন নারী ক্রিকেটাররা।
পাঁচ নারী ক্রিকেটার সর্বসাকুল্যে ৬ লাখ ৪০ হাজার টাকা পাবে। এর মধ্যে সর্বোচ্চ দেড় লাখ টাকা পাবেন তাজিয়া আক্তার। এ ছাড়াও খাদিজাতুল ১ লাখ ৩০ হাজার, শায়লা ১ লাখ ১০ হাজার, তাহিন ১ লাখ, ইতি ৯৫ হাজার এবং রুপা পাবেন ৫৫ হাজার টাকা।