ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

২০২৬ বিশ্বকাপেও খেলবেন মেসি!

২০২৬ বিশ্বকাপেও খেলবেন মেসি!

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২২ | ০৬:৩২ | আপডেট: ৩১ মে ২০২২ | ০৬:৩২

সব ঠিক থাকলে কাতারে আর্জেন্টিনা দলের হয়ে মাঠে নামবেন লিওনেল মেসি। পঞ্চমবারের মতো বিশ্বকাপের মঞ্চে খেলবেন তিনি। তবে এখানেই শেষ নয়, ২০২৬ বিশ্বকাপেও দেখা যেতে পারে তাকে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসিকে দেওয়া সাক্ষাৎকারে এমন ইঙ্গিতই দিয়েছেন এ পিএসজি তারকা।

মেসি বলেন, 'আসল কথা হচ্ছে আমি এই বিশ্বকাপ নিয়ে ভাবছি, এরপর দেখা যাক কি হয়। অনেক কিছুই হতে পারে, ফুটবলে পরিবর্তন নিয়মিত হয়। আমার জন্য এটা বলাটা কঠিন, তবে আমি নিশ্চিত করে কিছুই বলতে পারি না।'

এর আগে মাত্র চার জন খেলোয়াড় পাঁচটি বিশ্বকাপ খেলেছেন। মেক্সিকোর অ্যান্তোনিও কারবাহাল ও রাফায়েল মার্কেজ, জার্মানির লোথার ম্যাথিউজ এবং ইতালির জিয়ানলুইজি বুফন। এ তালিকায় মেসির সঙ্গে এবার ঢুকতে পারেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও। তবে ছয়টি বিশ্বকাপ খেলার নজির নেই কেউরই।

আরও পড়ুন

×