ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ইংল্যান্ডের জালে হাঙ্গেরির এক হালি গোল

ইংল্যান্ডের জালে হাঙ্গেরির এক হালি গোল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২২ | ২১:৩১ | আপডেট: ১৪ জুন ২০২২ | ২১:৩১

উয়েফা নেশন্স লিগের এবারের আসরে ইংল্যান্ডের দুর্দশা চলছেই। আবারও তারা হেরে গেছে হাঙ্গেরির বিপক্ষে। টানা দুই ম্যাচে ড্রয়ের পর হাঙ্গেরির বিপক্ষে এক হালি গোল হজম করল গ্যারেথ সাউথগেটের শিষ্যরা। ১৯২৮ সালের পর ঘরের মাঠে তাদের সবচেয়ে বড় হার এটি। নেশন্স লিগে চার ম্যাচ খেলে জয়শূন্যই রইল ইংল্যান্ড। ২০১৪ সালের পর এই প্রথম টানা চার ম্যাচে জয়ের মুখ দেখল না ১৯৬৬ সালের বিশ্বকাপ জয়ীরা।

মলিনিউ স্টেডিয়ামে ম্যাচের ১৬তম মিনিটে হাঙ্গেরিকে এগিয়ে নেন রোলান্দ সাল্লাই। ৭০ মিনিটে তার দারুণ ফিনিশিংয়ে ২-০ গোলে এগিয়ে যায় হাঙ্গেরি। শেষ ১০ মিনিটে ইংল্যান্ড আরও বাজে পরিস্থিতির মধ্যে পড়ে। ৮০ মিনিটে ন্যাগি জাল খুঁজে নেয়ার পর ৮৯তম মিনিটে লক্ষ্যভেদ করেন ড্যানিয়েল গ্যাজডেগ।

গত ৬৯ বছরের মধ্যে ঘরের বাইরে ইংল্যান্ডের বিপক্ষে এটাই প্রথম জয় হাঙ্গেরির। সর্বশেষ জয়টি ছিল ১৯৫৩ সালে। সব মিলিয়ে দুই দলের ২৬ বারের দেখায় হাঙ্গেরির জয় ৭টি, ইংল্যান্ডের জয় ১৬টিতে, ৩টি ম্যাচ ড্র হয়।

আরও পড়ুন

×