পালাবদল
'রিয়াদ ভাইয়ের শুভেচ্ছা পেয়েছি'

--
প্রকাশ: ২৩ জুলাই ২০২২ | ১২:০০ | আপডেট: ২৩ জুলাই ২০২২ | ২২:৪৭
জিম্বাবুয়ে সফরে নেতৃত্ব দেওয়ার বিষয়টি আগেই জেনেছেন। এশিয়া কাপ, বিশ্বকাপে যে সাকিব আল হাসানের সহকারী হিসেবে থাকতে হবে তাও জানেন। এগুলো নিয়ে ভাবান্তর নেই। তিনি চান টি২০ দলটাকে এক সুতোয় বেঁধে ফেলতে। জীবনের নতুন মিশন নিয়ে সতীর্থদের কাছ থেকে ভালোই সাড়া পাচ্ছেন তিনি। সেকান্দার আলীর সঙ্গে সে অভিজ্ঞতা শেয়ার করেছেন নুরুল হাসান সোহান।
সমকাল: অধিনায়কত্ব পেলেন, কেমন লাগছে?
সোহান: স্বাভাবিক আছি। আলাদা করে তেমন কিছু মনে হচ্ছে না। একটা চ্যালেঞ্জ আমার সামনে, সেটাকে মোকাবিলা করতে হবে।
সমকাল: কে কে অভিনন্দন জানাল?
সোহান: রিয়াদ ভাই, সাকিব ভাই, তামিম ভাই, মাশরাফি ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। স্বাভাবিকভাবেই অভিনন্দন তো জানায়ই।
সমকাল: কোচ সোহেল ইসলাম বললেন, আপনি সাহসী ক্রিকেটার। এই সাহস আপনাকে নেতৃত্বে এগিয়ে রাখবে?
সোহান: আমি যখন খেলোয়াড় হিসেবে খেলি, তখন নিজের শতভাগ দিতে চাই। আমার কাছ থেকে দল কী চাচ্ছে সেটা কতটুকু দিতে পারছি সেদিকে ফোকাস থাকে। প্রতিদিন শতভাগ ভালো করব, এ রকম না। আমার চেষ্টা থাকে পরিশ্রম এবং একাগ্রতা দিয়ে ভালো করা। ঘরোয়া ক্রিকেটে যখনই অধিনায়কত্ব করেছি, আমার ফোকাস ছিল দল হিসেবে খেলা। যেহেতু দলীয় গেম, সবাই একরকম পারফর্ম করবে না। ভালোমন্দ মিলিয়ে থাকবে। আমার মনে হয়, একজনের সাফল্য আরেকজন উপভোগ করবে, এ রকম দলীয় সংস্কৃতি গড়ে ওঠা গুরুত্বপূর্ণ দল ভালো করার ক্ষেত্রে। ভালো হলো, সবাই প্রশংসা করেছে এগুলো নিয়ে আমি এখন চিন্তা করি না। খারাপ হলে মানুষ খারাপ বলছে সেগুলো নিয়ে ভাবি না। কারণ আমি সামাজিক যোগাযোগমাধ্যম অনুসরণ করি না।
সমকাল: প্রথম অ্যাসাইনমেন্ট নিয়ে কী ভাবছেন?
সোহান: আমি সিরিজের ফল নিয়ে ভাবছি না। প্রক্রিয়া ঠিক রেখে, কঠোর পরিশ্রম দিয়ে দল হিসেবে ভালো ক্রিকেট খেলার ওপর গুরুত্ব থাকবে এই সিরিজে।
সমকাল: এক সিরিজ আগেও কি ভেবেছিলেন অধিনায়ক হবেন?
সোহান: আসলে এগুলো নিয়ে আমি কখনোই ভাবিনি। আমার পরিকল্পনা ছিল কঠোর পরিশ্রম করে দলের পরিকল্পনা বাস্তবায়ন করব। কারণ আমি বা আমরা সবাই দলের জন্য খেলি।
সমকাল: এই দলটা তো ভালোই অভিজ্ঞতাসম্পন্ন, এটা একটা ভালো দিক কিনা?
সোহান: যে দলটা আছে খুবই ভালো। অবশ্যই সবার লক্ষ্য থাকবে দল হিসেবে খেলা। প্রসেস ঠিক রাখতে পারলে ফল আসবে। আমার মূল লক্ষ্যই থাকবে দল হয়ে গড়ে ওঠা, দল হিসেবে মাঠে খেলা এবং প্রসেস ঠিক রাখা।
সমকাল: এই সিরিজটা পরীক্ষা-নিরীক্ষারও।
সোহান: আমার কাছে মনে হয়, জাতীয় দলের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ বা ফল নিয়ে বেশি চিন্তা করি না। আমরা সততার সঙ্গে শতভাগ দিচ্ছি কিনা। এই জায়গায় আমি কোনো ঘাটতি রাখতে চাই না।
সমকাল: অনেকে বলছেন, সোহান এখনও টি২০তে পরীক্ষিত না?
সোহান: এগুলো আমাকে তেমন স্পর্শ করে না। কারণ, ক্রিকেটের বাইরে আমার তেমন কিছু দেখা হয় না। খেলায় প্রভাব ফেলতে পারে এমন জিনিস থেকে দূরে থাকার চেষ্টা করি।
সমকাল: মাঠের বাইরেও তো দলটাকে এক সুতোয় বাঁধতে হয়?
সোহান: একটা পরিবার হিসেবে গড়ে ওঠা খুবই গুরুত্বপূর্ণ। বাইরের জিনিসগুলো ভালো থাকলে মাঠে ভালো ফল দেয়। বাইরে এবং ভেতরে যাতে একটা দল হিসেবে গড়ে উঠতে পারে, সেটাই গুরুত্বপূর্ণ।
সমকাল: মিডিয়ার ইতিবাচক সাপোর্ট আশা করবেন নিশ্চয়ই?
সোহান: ক্রিকেট দেশের মানুষের আবেগ। মিডিয়ার মাধ্যমে আমাদের সাফল্য-ব্যর্থতা মানুষের কাছে পৌঁছায়। ক্রিকেট এতদূর আসার পেছনে মিডিয়ার ভূমিকা আছে। কোনো সন্দেহ নেই সামনেও মিডিয়া বড় ভূমিকা রাখবে।