ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

চেনা মুখগুলো আজ লেভানডভস্কির সামনে

চেনা মুখগুলো আজ লেভানডভস্কির সামনে

রবার্ট লেভানডভস্কি। ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২২ | ০৩:০৮ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২২ | ০৩:০৮

আবেগে ভাসবেন নাকি ক্ষোভে ফুঁসবেন রবার্ট লেভানডভস্কি? এক দশক যে অ্যালিয়েঞ্জ অ্যারেনা তাঁর গোলে আনন্দে ভাসত, তাদের বিপক্ষে খেলতে লেভার কেমন লাগবে! এই আবেগ আবার বায়ার্ন কর্তৃপক্ষের দলবদলের সময়ের আচরণের কারণে ক্ষোভে পরিণত হতে পারে। বার্সায় যাওয়া নিয়ে তারা যা করেছে, সে জবাব দেওয়ার মোক্ষম সুযোগ এই ম্যাচ। এসব সমীকরণ নিয়ে আজ চ্যাম্পিয়ন্স লিগের বিগ ম্যাচে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। এ ছাড়া আজ মাঠে নামছে লিভারপুল, অ্যাথলেটিকো মাদ্রিদ, টটেনহাম ও ইন্টার মিলান। এর মধ্যে এনফিল্ডে লিভারপুলের বিপক্ষে আয়াক্সের ম্যাচটিও থাকবে আগ্রহের কেন্দ্রে।

গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়ে এলেও বার্সার মুখোমুখি হওয়ার আগে ফর্ম নিয়ে চিন্তায় আছে বায়ার্ন। বুন্দেসলিগায় টানা তিন ম্যাচ ড্র করেছে জার্মান জায়ান্টরা। টানা ১০ বারের বুন্দেসলিগাজয়ীরা এই তিন ড্রয়ের কারণে পয়েন্ট টেবিলের তিন নম্বরে নেমে গেছে। বার্সেলোনা আবার দারুণ ছন্দে আছে। লা লিগায় প্রথম ম্যাচটি ড্র করলেও পরের চার ম্যাচ দাপটে জিতেছে তারা। আর এই দাপটের নেতৃত্বে আছেন রবার্ট লেভানডভস্কি। গ্রীষ্ফ্মের দলবদলে বায়ার্ন ছেড়ে বার্সার যাওয়া পোলিশ এ স্ট্রাইকার সব প্রতিযোগিতা মিলিয়ে এখনই ৯ গোল করেছেন। এর মধ্যে গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে বার্সার হয়ে প্রথম খেলতে নেমেই হ্যাটট্রিক করেন তিনি। লা লিগায়ও নিয়মিতই গোল করছেন, অ্যাসিস্ট করছেন তিনি। তাই আজ নিজেদের মাঠে কিছুটা হলেও চাপে থাকবে বায়ার্ন মিউনিখ।

লেভানডভস্কির ব্যক্তিগত এ লড়াইকে পুঁজি করে বায়ার্নের বিপক্ষে সাম্প্রতিক পরাজয়ের শোধ নিতেও নিশ্চিতভাবে মরিয়া বার্সা। কিছুদিন ধরেই জার্মান জায়ান্টদের কাছে পর্যুদস্ত হয়েছে কাতালানরা। গত মৌসুমেও তারা চ্যাম্পিয়ন্স লিগে একই গ্রুপে পড়েছিল এবং দুটি ম্যাচেই ৩-০ গোলে জিতেছিল বায়ার্ন। আর ২০২০ সালে কোয়ার্টার ফাইনালে বায়ার্নের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হওয়া তো বার্সার ইতিহাসের লজ্জাজনক অধ্যায় হয়ে আছে। এসব বিষয় বেশ ভালো মতোই বায়ার্নের মাথায় আছে বলে জানিয়েছেন সালিহামিদিচ, 'বার্সার দারুণ সব ফুটবলার রয়েছে, তাঁরা খেলছেও দারুণ। যার অগ্রভাগে রয়েছে লেভা। আমরা জানি, সে প্রতিটি সুযোগের সদ্ব্যবহার করতে চাইবে।' তবে বায়ার্ন সমর্থকদের প্রতি কোচ নাগলেশমান আহ্বান জানিয়েছেন, সবকিছু ভুলে তাঁদের সাবেক খেলোয়াড় লেভাকে উষ্ণ অভ্যর্থনা জানাতে।

আরও পড়ুন

×