ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

আচমকা টেস্টকে বিদায় বললেন আজহার আলী

আচমকা টেস্টকে বিদায় বললেন আজহার আলী

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২২ | ০৩:৫১ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২২ | ০৩:৫১

চাইলেই ক্যারিয়ারের শততম টেস্টটি খেলতে পারতেন। তবে এর আগেই সাদা পোশাকটি শোকেসে সাজিয়ে রাখতে চান পাকিস্তানের আজহার আলী। দেশটির সাবেক এই অধিনায়ক হঠাৎ করেই টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেন। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচটিই হবে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। 

দেশের জার্সিতে একটি টি-টোয়েন্টিও খেলা হয়নি আজহার আলির। তবে ওয়ানডে খেলেছেন পাঁচ বছর আগে। সাদা বলে ৫৩ ম্যাচে ৩ সেঞ্চুরিতে তার রান ৩৬.৯০ গড়ে ১ হাজার ৮৪৫। ৯ টেস্ট ও ৩১ ওয়ানডেতে পাকিস্তানকে নেতৃত্বেও দিয়েছেন তিনি। 

২০১০ সালে টেস্ট অভিষেক হওয়া এই ব্যাটার এখন পর্যন্ত খেলেছেন ৯৬টেস্ট। হাঁকিয়েছন ১৯ সেঞ্চুরি। ৪২.৪৯ গড়ে রয়েছে তার ৭ হাজার ৯৭ রান। পাকিস্তানের হয়ে তার চেয়ে বেশি রান আছে কেবল চারজনের।

ইংল্যান্ড ম্যাচের আগে সংবাদ সম্মেলনে অবসর প্রসঙ্গে আজহার জানান, 'দেশের হয়ে খেলা আমার জন্য মহৎ একটা সম্মান। এ পর্যায়ে এসে আমি অনুভব করেছি, টেস্ট থেকে অবসর নেয়ার এটাই আমার সবচেয়ে ভালো সময়।'

আজহার আরো বলেন, 'সুন্দর এই যাত্রাপথে আমাকে অনেক মানুষ সমর্থন দিয়েছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। বিশেষ করে আমার পরিবারের কথা বলতে চাই, যাদের ত্যাগ ছাড়া আমার আজকের অবস্থা কখনো সম্ভব ছিল না। আমার মা-বাবা, স্ত্রী, ভাই-বোন, ছেলেমেয়ে এই পথে আমার অন্যতম শক্তির জায়গা।'

আরও পড়ুন

×