বৃত্ত ভেঙে টনির মুখে মেসি স্তুতি, ‘ওর এটা প্রাপ্য’

ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২২ | ০৮:২৯ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২২ | ০৮:৩৩
রিয়াল মাদ্রিদের খেলোয়াড়ের মুখে লিওনেল মেসির প্রশংসা। এমনটা সচরাচর ঘটে না। ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসির মধ্যে সর্বকালের সেরা কিংবা সময়ের সেরা কে এই প্রশ্নে রিয়ালের কেউ বার্সেলোনার কিংবদন্তি লিওনেল মেসির (বর্তমান পিএসজি) নাম বলবেন এমন ঘটনা বিরল।
সের্গিও রামোস এখন পিএসজি খেলেন। লিওনেল মেসির সতীর্থ তিনি। বিশ্বকাপ জয়ের পর সাবেক স্পেন অধিনায়ক পর্যন্ত মেসিকে অভিনন্দন জানাননি। বরং এমবাপ্পেকে নিয়ে বলেছেন, কাতারে সে যে অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে তা ভুলে যাওয়া ভালো। তবে রিয়ালের জার্মান মিডফিল্ডার টনি ক্রুস মেসির প্রশংসা করেছেন।
তার মতে, এতো ধারাবাহিক ফুটবলার তিনি আগে দেখেননি। মেসির বিশ্বকাপ শিরোপা প্রাপ্য, ‘মেসি এই বিশ্বকাপ শিরোপার দাবিদার। বিশ্বকাপে ব্যক্তিগত পারফরম্যান্সের বিচারে আমি আগে এমন ধারাবাহিক ফুটবল কাউকে খেলতে দেখিনি। তিনি কখনই আমার পছন্দের ক্লাবে খেলেনি। এর মানে হলো, আমি সত্যিই তার ব্যাপারে সিরিয়াস।’
এছাড়া জিনেদিন জিদানের ফ্রান্সের পরবর্তী কোচ হওয়ার গুঞ্জন নিয়ে ক্রুস বলেন, ‘জিদানের বিষয়ে আমি মনে করি, দায়িত্ব পেলে তিনি শুধু দিদিয়ের দেশমের উত্তরসূরী হবেন না, সম্ভাব্য সেরা উত্তরসূরী হবেন। তবে আসল প্রশ্ন হলো, দিদিয়ের কী চান।’