ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ওয়েস্ট হ্যামকে উড়িয়ে দিল নিউক্যাসল

ওয়েস্ট হ্যামকে উড়িয়ে দিল নিউক্যাসল

ওয়েস্ট হ্যামের বিপক্ষে নিউক্যাসলের জয় উদযাপন। ছবি: টুইটার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৩ | ২১:৪৬ | আপডেট: ০৫ এপ্রিল ২০২৩ | ২১:৪৬

সৌদি সুলতানের মালিকানায় যেতেই উড়ছে নিউক্যাসল ইউনাইটেড। খুব বড় তারকা না কিনলেও চলতি মৌসুমে তারা লিগে সেরা চারে শেষ করার শক্ত প্রতিদ্বন্দ্বী। 

ওই লড়াইয়ে বুধবার রাতে ওয়েস্ট হ্যামের মাঠ লন্ডন স্টেডিয়ামে ৫-১ গোলের দুর্দান্ত জয় পেয়েছে পেট্রো ডলারের নিউক্যাসল ইউনাইটেড। 

ম্যাচের ৬ মিনিটে প্রথম লিড নেয় নিউক্যাসল। গোল করেন উইলসন। ১৩ মিনিটে ব্যবধান ২-০ করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার জোয়েলিংটন। ৪০ মিনিটে এক গোল শোধ করে ওয়েস্ট হ্যাম। 

দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই আবার গোল করে নিউক্যাসল। এবারও গোল করেন ৩১ বছরের কাল্লাম উইলসন। ৮২ মিনিটে অ্যালেক্সজান্ডার ইশাক ব্যবধান বাড়ান। ৯০ মিনিটে জোয়েলিংটন শেষ পেরেক ঠুকে দেন। 

এই জয়ে ম্যানইউ-এর সমান ২৮ ম্যাচ খেলে সমান ৫৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তৃতীয় অবস্থানে আছে নিউক্যাসল ইউনাইটেড। তবে টেবিলে চারে থাকা ম্যানইউ-এর চেয়ে গোল ব্যবধানে এগিয়ে তারা।

আরও পড়ুন

×