‘মেসি এলেও চ্যাম্পিয়ন্স লিগ জিতবে না বার্সা’

ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ মে ২০২৩ | ১৪:৫৫ | আপডেট: ০৪ মে ২০২৩ | ১৫:৪৬
মৌসুম শেষে লিওনেল মেসির বার্সেলোনায় ফেরার গুঞ্জন ছিল। পিএসজি মেসিকে সাময়িক বহিষ্কার করায় ওই গুঞ্জন আরও জোরালো হয়েছে।
মেসির সঙ্গে পিএসজির সম্পর্ক ছিন্ন হওয়ার পরপরই তার বার্সায় ফেরার সংবাদও বেশি গ্রহণযোগ্য হতে শুরু করেছে। তবে রিয়াল মাদ্রিদের কিংবদন্তি মিডফিল্ডার গুটি বলেছেন, মেসির ক্যাম্প ন্যুতে ফেরা ঠিক হবে না।
কারণ লিওকে ছাড়া কিংবা লিওসহ বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবে না। সাবেক রিয়াল মিডফিল্ডার গুটি বলেছেন, “আমি মেসি হলে, বার্সায় ফিরে যেতাম না। ‘সে (মেসি) এরই মধ্যে বার্সার হয়ে সবকিছু জিতেছে। এই মুহূর্তে ফিরে আসা তার জন্য খুবই চ্যালেঞ্জিং হবে। এখন মেসিসহ বা মেসিকে ছাড়া বার্সা চ্যাম্পিয়ন্স লিগ জিতবে না।”
মেসি পিএসজির কথা অমান্য করে সৌদি আরব সফরে গেছেন। সেজন্য তাকে দুই সপ্তাহের জন্য বহিষ্কার করেছে ক্লাব কর্তৃপক্ষ। এই সময়ে তিনি পিএসজির হয়ে কোন ম্যাচ খেলতে পারবেন না, দলের সঙ্গে অনুশীলন করতে পারবেন না। এমনকি বেতন-বোনাসও পাবেন না।