ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

দু’দিন আগেই ম্যানচেস্টার টেস্টের একাদশ দিল ইংল্যান্ড

দু’দিন আগেই ম্যানচেস্টার টেস্টের একাদশ দিল ইংল্যান্ড

ইংল্যান্ড ক্রিকেটার অ্যান্ডারসন (বাঁয়ে) ও মঈন আলী। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৩ | ১১:২৯ | আপডেট: ১৭ জুলাই ২০২৩ | ১২:০৩

মাঠে বাজবল তত্ত্বে ক্রিকেট খেলছে ইংল্যান্ড। মাঠের বাইরেও খেলছে মেন্টাল গেম। পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজের তিনটি মাঠে গড়িয়েছে। ২-১ ব্যবধানে পিছিয়ে আছে ইংল্যান্ড। তবু চতুর্থ টেস্টের দু’দিন আগে একাদশ জানিয়ে দিল ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট। 

আগামী ১৯ জুলাই ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ম্যাচ খেলতে নামবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। সোমবার চার পেসার নিয়ে ওই টেস্টের একাদশ ঘোষণা করেছে ইংলিশরা। জায়গা পেয়েছেন বুড়ো জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড। 

এছাড়া পেস আক্রমণে আছেন ক্রিস ওকস ও মার্ক উড। ইনজুরি শঙ্কা থাকায় পেসার ওলি রবিনসন একাদশে জায়গা পাননি। ব্যাটিং আক্রমণে এসেছে এক পরিবর্তন। হ্যারি ব্রুক ইনজুরিতে পড়ায় তার জায়গায় শুধু মঈন আলী খেলবেন না তাকে ব্যাটিং অর্ডারে তিনে রেখেছে ইংলিশরা।

মঈন আলীর ব্যাটিং অর্ডার নিয়ে অধিনায়ক বেন স্টোকস বলেছেন, “মো (মঈন) ওই চ্যালেঞ্জ নিতে চায়। তার এই বিষয়টি আমার পছন্দ হয়েছে। আউট হোক কিংবা দলের উপকারে আসুক মো ইতিবাচকভাবে দলকে সহায়তা করার চেষ্টা করবেন। ‘আমি এই সুযোগ চাই।’ মো-র এই কথা প্রমাণ করে আমরা দল হিসেবে কতটা এক।” 

ইংল্যান্ডের চতুর্থ টেস্টের একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, মঈন আলী, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, জনি বেয়ারস্টো, ক্রিস ওকস, মার্ক উড, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন।

আরও পড়ুন

×