ইউরোপকে ‘লাল কার্ড’ রোনালদোর, যুক্তরাষ্ট্রের আগে রাখলেন সৌদিকে

আল নাসরের জার্সিতে ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৩ | ১২:০২ | আপডেট: ১৮ জুলাই ২০২৩ | ১২:০২
সৌদি আরবের ক্লাবে চুক্তির প্রস্তাব ছিল লিওনেল মেসির। আল হিলাল বিশাল অঙ্কের বেতনের প্রস্তাব করেছিল। ওই প্রস্তাব পায়ে ঠেলে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার।
অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদো আছেন সৌদি আরবের আল নাসরে। দুই লিগের মধ্যে তুলনা টানতে বলা হলে পর্তুগিজ যুবরাজ এগিয়ে রাখলেন সৌদি লিগকে। সঙ্গে এও জানিয়ে দিলেন, দুই এক বছরের মধ্যে সৌদির লিগ ইউরোপের জনপ্রিয় দুই লিগ ডাচ ও তুর্কিস লিগের চেয়ে এগিয়ে যাবে।
এছাড়া ইউরোপের শীর্ষ পর্যায়ের কোন ক্লাব থেকে প্রস্তাব আসলেও রোনালদো যাবেন না বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘আমি শতভাগ নিশ্চিত, আমি ইউরোপের কোন ক্লাবে ফিরে যাচ্ছি না। আমার বয়স এখন ৩৮ বছর।’
ইউরোপের শীর্ষ পাঁচ লিগের তালিকায় আছে ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগা, ইতালির সিরি আ’, জার্মান বুন্দেসলিগা ও ফ্রান্সের লিগ ওয়ান। এর মধ্যে ইংলিশ লিগের মান বাড়লেও অন্য লিগগুলো অনেকটা পিছিয়ে পড়েছে বলেও মন্তব্য করেছেন রোনলদো।
তিনি বলেন, ‘ইউরোপের ফুটবল অনেকটা মান হারিয়েছে। এখনও একমাত্র ভালো করছে যে লিগটি তা হলো ইংলিশ প্রিমিয়ার লিগ। অন্য লিগগুলোর চেয়ে অনেক এগিয়ে তারা।’ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের মেজর লিগের চেয়ে সৌদি লিগ এগিয়ে।’
করিম বেনজেমা, এনগোলে কান্তে, ফিরমিনো, ব্রোজোভিক, কাউলিবালির মতো ফুটবলার সৌদি লিগে চুক্তি করেছেন মন্তব্য করে রোনালদো বলেন, ‘এখন অনেক ফুটবলার এখানে আসছেন... সামনে আরও অনেক শীর্ষ পর্যায়ের ফুটবলার আসবেন। এক বছরের মধ্যে সৌদি লিগ ডাচ ও তুর্কিস লিগকে ছাড়িয়ে যাবে।’