‘হুক্কা টানা বেশি হচ্ছে’, রোনালদোকে তোপ লাহোডের

আল নাসরের জার্সিতে রোনালদো। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৩ | ১৪:৩৫ | আপডেট: ১৮ জুলাই ২০২৩ | ১৪:৩৫
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএসএল) এবং ইউরোপের ঐতিহ্যবাহী ডাচ ও তুর্কি লিগ নিয়ে বড় ধরনের মন্তব্য করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
তিনি বলেছেন, ‘ইউরোপের ফুটবল অনেকটা মান হারিয়েছে। এখন একমাত্র ভালো করছে ইংলিশ প্রিমিয়ার লিগ।’ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের মেজর লিগের চেয়ে সৌদি লিগ এগিয়ে।’
এক বছরের মধ্যে সৌদি লিগ ডাচ ও তুর্কি লিগকে ছাড়িয়ে যাবে বলেও মন্তব্য করেছেন রোনালদো, ‘অনেক ফুটবলার এখানে আসছেন... সামনে আরও অনেকে আসবেন। এক বছরের মধ্যে সৌদি লিগ ডাচ ও তুর্কিস লিগকে ছাড়িয়ে যাবে।’
রোনালদোর এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ফুটবল লিগের স্টার মাইক লাহোড। তিনি বলেছেন, ‘রোনালদোর (বোধহয়) আজকাল হুক্কা টানা খুব বেশি হচ্ছে। এক বছরের মধ্যে ডাচ ও তুর্কি লিগকে সৌদি লিগ ছাড়িয়ে যাবে এটা একটা হাস্যকর বক্তব্য।’
লাহোড মনে করছেন মেসিকে ইন্টার মায়ামি উপস্থাপন করার পরই রোনালদো আজেবাজে বকা শুরু করেছে, ‘মেসি যখনই ২০২৬ বিশ্বকাপের মধ্যে নর্থ আমেরিকায় ফুটবলকে মানুষের দোরগোড়ায় আনার কথা বলেছেন, তখনই রোনালদো এই মন্তব্য করেছেন।’