ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বৃষ্টিতে বাঁচার পর কৌশল বদলাচ্ছে অজিরা

বৃষ্টিতে বাঁচার পর কৌশল বদলাচ্ছে অজিরা

সিরিজ হারের শঙ্কা কাটিয়ে অ্যাশেজ সিরিজ ধরে রাখাই সাফল্য অজিদের। ছবি: টুইটার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৩ | ০৮:৪৯ | আপডেট: ২৪ জুলাই ২০২৩ | ০৮:৪৯

‘বৃষ্টিতে কিছু ওভার ভেসে গেলে খারাপ হয় না।’ ম্যানচেস্টার টেস্টের তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বিপর্যয়ের পর কথাটা বলেছিলেন অস্ট্রেলিয়ার পেসার জস হ্যাজলউড। বৃষ্টি না হলে ম্যাচটা যে তারা হারতে যাচ্ছেন হ্যাজলউডের কথায় তা ছিল পরিষ্কার। 

ওই বৃষ্টিতেই শেষ পর্যন্ত বেঁচে গেছে অস্ট্রেলিয়া। তাছাড়া পাঁচ ম্যাচের অ্যাশেজে ২-২ ব্যবধানে সমতা হতো। এখন আর অজিদের সিরিজ হারের শঙ্কা নেই। অ্যাশেজ শিরোপাও তাই ঘরে থাকছে তাদের। অন্যদিকে চাপটা ইংলিশদের বেশি। সিরিজ হার এড়ানোর লড়াই তাদের। 

ম্যানচেস্টার টেস্টে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৩১৭ রান করেছিল। জবাবে প্রথম ইনিংসে ইংল্যান্ড তুলেছিল ৫৯২ রান। লিড নিয়েছিল ২৭৫ রানের। জবাবে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ২১৪ রানে হারায় পাঁচ উইকেট। বৃষ্টির কারণে পরে ম্যাচটি ড্র হয়েছে। নিশ্চিত হার থেকে বাঁচার পর অজি অধিনায়ক প্যাট কামিন্স বলেছেন, শেষ ম্যাচে তারা কিছু ভিন্ন কৌশলে নামবেন। 

কামিন্স বলেছেন, ‘আপনারা অবশ্যই দেখতে পাবেন, পরবর্তীতে আমরা কৌশলে কী ধরনের পরিবর্তন আনি। অবশ্যই আগামী সপ্তাহে কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে। আমি মনে করি, কিছু বিষয় আছে যা অবশ্যই আমরা ভিন্নভাবে করার চেষ্টা করতে পারি। কিছু পরিকল্পনা করা, কিছু জায়গায় সেটা ঠিকঠাক বাস্তবায়ন করা দরকার। আমরা জানি, আগামী সপ্তাহে কিছু কাজ আমাদের করতে হবে। কিছু জায়গায় উন্নতি আনতে হবে।’

আরও পড়ুন

×