ওনানার ভুলে বৃথা কাসেমিরোর জোড়া গোল

ছবি: টুইটার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩ | ০৫:০৫ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৩ | ০৫:০৭
মিউনিখে বড় দুই দলের মধ্যে গোলের খেলা হয়েছে। যে লড়াইয়ে দাপুটে পারফরম্যান্স করে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ৪-৩ গোলে জিতেছে বায়ার্ন মিউনিখ।
ম্যাচের ২৮ মিনিটে প্রথম লিড নেয় বায়ার্ন। গোল করেন লিরয় সানে। যে গোলটি হয়েছে ইন্টার মিলান থেকে মোটা অঙ্কের অর্থে ম্যানইউ’তে যোগ দেওয়া গোলরক্ষক আন্দ্রে ওনানার ভুলে। চার মিনিট পরে ব্যবধান ২-০ করে প্রথমার্ধ শেষ করেন বায়ার্নের সের্গি গিনাব্রি।
দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যানইউ স্ট্রাইকার হোয়লুন্ড গোল করে ম্যানইউকে ম্যাচে ফেরান। কিন্তু বায়ার্নের সামনে খেই হারানো ম্যানইউ পেনাল্টি দিয়ে আবার পিছিয়ে পড়ে। ম্যাচের ৫৩ মিনিটে গোল করেন হ্যারি কেন।
কাসেমিরো ম্যাচের ৮৮ মিনিটে গোল করে হারের ব্যবধান কমানোর বার্তা দেন। তিনি গোল করে ৪-২ করে ফেলেন ম্যাচ। কিন্তু যোগ করা সময়ে আবার গোল করে বায়ার্ন। কাসেমিরো শেষ বাঁশির ঠিক আগে গোল করলে ছোট হারের ব্যবধানে মাঠ ছাড়ে ম্যানইউ। ওনানা ভুল না করলে সমতা নিয়ে ফিরতে পারতো দলটি। ম্যাচের চিত্রও ভিন্ন হতে পারতো।
Onana with a huge mistake. pic.twitter.com/DSDpoVOvUy
— widescores (@widescores) September 20, 2023