ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

শোয়েব মালিকের তৃতীয় স্ত্রী কে এই সানা জাভেদ

শোয়েব মালিকের তৃতীয় স্ত্রী কে এই সানা জাভেদ

ছবি- ইনস্টাগ্রাম

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৪ | ১৮:১৫ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৪ | ১৮:৩৪

সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই বিয়ে করেছেন পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক। শোয়েব যাকে বিয়ে করেছেন, তিনি পাকিস্তানী অভিনেত্রী সানা জাভেদ। ২০১২ সাল থেকে অভিনয় জগতে বিচরণ তার। শোয়েবের মতো এর আগে সানা জাভেদও বিয়ে করেছিলেন। সানা জাভেদের সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হওয়া শোয়েব এর আগে বিয়ে করেছেন আরও ২টি। আয়েশা সিদ্দিকীর পর ২০১২ সালে তিনি ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেন।

শোয়েব মালিক ও পাকিস্তানী অভিনেত্রী সানা জাভেদ। ছবি- ইনস্টাগ্রাম

শোয়েব মালিক ও পাকিস্তানী অভিনেত্রী সানা জাভেদ। ছবি- ইনস্টাগ্রাম

পাকিস্তানি বিনোদন দুনিয়ায় সানা প্রথম সারির পরিচিত নাম

৩০ বছর বয়সী এই যুবতীর জন্ম সৌদি আরবের জেদ্দায়

২০১২ সালে তার অভিনয়ের ক্যারিয়ার শুরু

বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, এক সময় সানাদের পৈতৃক বাড়ি ছিল ভারতের হায়দরাবাদে

সানার পড়াশোনা জেদ্দার ‘পাকিস্তান ইন্টারন্যাশনাল স্কুল’ থেকে

করাচিতে এসে ভর্তি হন করাচি বিশ্ববিদ্যালয়ে

২০১২ সালে পাক ধারাবাহিক ‘শেহর-ই-জাত’-এর মাধ্যমে অভিনয় জগতে পা দেন সানা

অভিনয়ে নজর কাড়েন ২০১৭ সালে ‘খানি’ ধারাবাহিকে অভিনয় করে

শোয়েবের সঙ্গে সানার এটি দ্বিতীয় বিয়ে। ২০২০ সালের অক্টোবরে পাক গায়ক উমায়ের জসওয়ালকে বিয়ে করেন অভিনেত্রী

২০২৩ সালে উমায়ের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় সানার

 

আরও পড়ুন

×