ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ইয়ামালের দিকে তাকিয়ে বার্সা

ইয়ামালের দিকে তাকিয়ে বার্সা

ছবি- গোল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৪ | ১২:০০

বার্সার সময়টা এখন ভালো যাচ্ছে না। এই দুঃসময়েও কাতালানদের আশার আলো টিনএজার লামিনে ইয়ামাল। আজ নাপোলির বিপক্ষে শেষ ষোলোর দ্বিতীয় লেগে ১৬ বছরের এ উইঙ্গারই বার্সার ভরসা। 

নুক্যাম্পে সংস্কারকাজ চলায় বার্সার অস্থায়ী ঠিকানা হলো কাতালুনিয়ার অলিম্পিক স্টেডিয়াম। সেখানে ইতালির চ্যাম্পিয়নদের মোকাবিলা করবে তারা। অপর ম্যাচে আর্সেনালের অতিথি এফসি পোর্তো। ঘরের মাঠে প্রথম লেগ ১-০ গোলে জিতেছিল পোর্তো। তবে এমিরেটস স্টেডিয়ামে গানাররা এ ব্যবধান গুছিয়ে এগিয়ে যাবে বলেই প্রত্যাশা ইংলিশ মিডফিল্ডার ডেক্লান রাইসের।

শেষ ষোলোর প্রথম রাউন্ডে রেকর্ড গড়েছিলেন ইয়ামাল। সবচেয়ে কম বয়সী হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে খেলতে নেমেছিলেন তিনি। ১-১ গোলে ড্র হওয়ার পর ইতালির দক্ষিণাঞ্চলের সে লড়াইয়ে নজরকাড়া নৈপুণ্য দেখিয়েছিলেন ইয়ামাল। সে ম্যাচে রবার্ট লেভানডস্কি বার্সাকে এগিয়ে দিলেও সমতা ফিরিয়ে ছিলেন ভিক্টর ওসিমহেন। 

তবে দ্বিতীয় লেগে চোটের কারণে কিছুটা চিন্তায় আছে বার্সা শিবির। তাদের তিন তারকা মিডফিল্ডার পেদ্রি, গাভি ও ফ্রাঙ্কি ডি ইয়াং চোটের কারণে মাঠের বাইরে। উইঙ্গার ফেরান তোরেস ও ডিফেন্ডার আলেজান্দ্রো বালদেও চোটাক্রান্ত। 

তবে নাপোলির বিপক্ষে চোটকে অজুহাত হিসেবে দাঁড় করাতে নারাজ বার্সা বস জাভি, ‘আমাদের অবশ্যই কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে হবে। গত চার মৌসুম ধরে আমরা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে যেতে পারি না। এ সুযোগ মিস করা যাবে না। এটা সত্য যে, আমাদের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোটের কারণে বাইরে। কিন্তু এখন এসব বলার সময় নয়।’

আরও পড়ুন

×