ওসিমেনের নাপোলিকে কাঁদিয়ে কোয়ার্টারে লেভার বার্সা

ছবি- এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ মার্চ ২০২৪ | ০৯:১০
নাপোলির মাঠে শেষ ষোলোর প্রথম লেগ ড্র করে ফেরায় ঘরের মাঠে ফিরতি লেগ হয়ে দাঁড়িয়েছিল বাঁচা-মরার লড়াই। সেই লড়াইয়ে দুর্দান্ত নৈপুণ্যে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে কাতালানরা। মঙ্গলবার নাপোলিকে ৩-১ গোলে হারিয়েছে জাভি হার্নান্দেজের শিষ্যরা। শেষ ষোলোর দুই লেগে ৪-২ গোলের অগ্রগামিতায় কোয়ার্টারে বার্সা।
আগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে বিধ্বস্ত হয়েছিল বার্সেলোনা। ওই মৌসুম শেষে ক্লাব ছেড়ে চলে যান লিওনেল মেসি। তাকে ছাড়া এই প্রথমবার কোয়ার্টার ফাইনালে সাবেক চ্যাম্পিয়নরা। এতে বার্সা তাদের চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টারের টিকিট কাটলো চার বছর পর।
অলিম্পিক স্টেডিয়ামে মঙ্গলবার রাতের ম্যাচটি বার্সেলোনা-নাপোলির হলেও মূল আকর্ষণ ছিল দুই দলের দুই স্ট্রাইকার রবার্ট লেভান্ডোভস্কি ও ভিক্টর ওসিমেনের। যদিও দুজনের কেউই ভালো খেলতে পারেননি। লেভা গোল পেলেও, ওসিমেন পেলেন না।
নেপলসে নাপোলির সঙ্গে প্রথম লেগে ১-১ গোলে ড্র করেছিল বার্সা। অস্থায়ী হোম গ্রাউন্ড অলিম্পিক স্টেডিয়ামে ১৭ মিনিটের মধ্যে দুই গোলে এগিয়ে যায় তারা। দুটো গোলেই অবদান ছিল রাাফিনহার। গোল দুটি আসে ফেরমিন লোপেজ এবং হোয়াও ক্যান্সেলোর পা থেকে। বিরতির আগেই নাপোলির হয়ে একটি গোল শোধ করেন আমির রহমানী। দ্বিতীয়ার্ধে বার্সার লিড আরও মজবুত করেন রবার্ট লেভান্ডোভস্কি। এই জয়ে তিন মৌসুম পর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠল বার্সেলোনা।
একই সময়ে শুরু আরেক ম্যাচে পোর্তোকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছে আর্সেনাল।