ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

গ্রিজম্যানদের ইন্টার চ্যালেঞ্জ

গ্রিজম্যানদের ইন্টার চ্যালেঞ্জ

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৪ | ১১:৫১ | আপডেট: ১৩ মার্চ ২০২৪ | ১২:২৭

স্যান সিরোর প্রথম লেগে ইন্টার মিলানের কাছে কেবল ১-০ গোলে পরাজিতই হয়নি অ্যাতলেটিকো মাদ্রিদ, দলের সবচেয়ে বড় তারকা আন্তোনিও গ্রিজম্যানের গোড়ালি মচকে গিয়েছিলেন। আজ ঘরের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোতে ফিরছেন বিশ্বকাপজয়ী ফরাসি তারকা। 

গ্রিজম্যান ফিরছেন বলেই দ্বিতীয় লেগে আত্মবিশ্বাসী অ্যাতলেটিকো বস দিয়াগো সিমিওনি। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর অপর ম্যাচে পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে নিজেদের মাঠে ফেভারিট বরুশিয়া ডর্টমুন্ড। পিএসভির মাঠে প্রথম লেগটি ১-১ গোলে ড্র হয়েছিল।

২১ ফেব্রুয়ারি চোট পাওয়ার পর চারটি ম্যাচে গ্রিজম্যানকে পায়নি অ্যাতলেটিকো। ফরাসি তারকার অভাব ভালো মতোই টের পেয়েছে তারা। চার ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছে অ্যাতলেটিকো। তাই লা লিগা পয়েন্ট টেবিলে চারে নেমে গেছে তারা। এই দুঃসময়ে গ্রিজম্যান ফেরায় আশায় বুক বাঁধছে মাদ্রিদের এ ক্লাবটি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৬ ম্যাচে ১৮ গোল করেছেন এই প্লেমেকার। 

তাদের প্রতিপক্ষ ইন্টার মিলান অবশ্য দারুণ ছন্দে আছে। সিরি-এতে বিপুল ব্যবধানে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ইতালিয়ান জায়ান্টরা। বিধ্বংসী ফর্মে আছেন তাদের আর্জেন্টাইন স্ট্রাইকার লাওতারো মার্টিনেজ। ২৩ গোল নিয়ে লিগে শীর্ষে আছেন তিনি।

আরও পড়ুন

×