ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

রেফারিকে ‘ম্যাচ খেকো’ বললেন ক্ষুব্ধ জাভি

রেফারিকে ‘ম্যাচ খেকো’ বললেন ক্ষুব্ধ জাভি

ম্যাচ শেষে কেঁদেই ফেলেন রাফিনহা। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৪ | ১৩:১৫ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৪ | ১৬:৩২

ঘরের মাঠে পিএসজির বিপক্ষে ৪-১ গোলে হেরেছে বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে ৬-৪ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে। দলের এই হারের দায় রোমানিয়ান রেফারি স্তাভান কোভাককে দিয়েছেন বার্সা কিংবদন্তি ও কোচ জাভি হার্নান্দেজ। রেফারিকে ‘ম্যাচ খেকো’ অ্যাখ্যা দিয়েছেন তিনি। 

বার্সা প্রথম লেগে প্যারিসে ৩-২ গোলে জিতেছিল। দ্বিতীয় লেগের ১২ মিনিটে রাফিনহা গোল করে ম্যাচ নিয়ন্ত্রণে রাখে। কিন্তু ২৯ মিনিটে বার্সার সেন্ট্রাল ডিফেন্ডার রোনাল্ড আরাহো লাল কার্ড খেতেই ম্যাচের দৃশ্যপট বদলে যায়। পরে লাল কার্ড দেখানো হয় ডাগ আউট থেকে ক্ষোভ প্রকাশ করা জাভি হার্নান্দেজকে। বার্সার বিপক্ষে পেনাল্টির বাঁশিও বাজিয়েছেন রেফারি। 

ম্যাচ শেষে তাই ক্ষোভ উগরে দিয়েছেন জাভি, ‘আমরা বিরক্ত। ওই লাল কার্ডটি ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে। পিএসজির ১১’র বিপক্ষে আমাদের ১১ জনকে নিয়ে দারুণ গোছালো খেলা ছিল। কিন্তু লাল কার্ড সবকিছু বদলে দিয়েছে। আমার মতে, আরাহোকে কার্ড দিয়ে রেফারি অনেক বেশি করে ফেলেছেন।’ 

রেফারিংকে দুর্যোগপূর্ণ অ্যাখ্যা দিয়েছেন জাভি। তার মতে, রেফারিই ম্যাচের খুনি, ‘রেফারি খুবই বাজে ছিলেন। আমি তাকে বলেছিলাম, আপনি একটা দুর্যোগ। তিনি ম্যাচটা হাতে করে খুন করেছেন। আমি রেফারিং নিয়ে কথা বলা পছন্দ করি না। কিন্তু এটা বলতেই হবে যে, লাল কার্ডটাই সব শেষ করে দিয়েছে।’

তবে নিজের লাল কার্ডটা প্রাপ্য বলে স্বীকার করেছেন স্পেন ও বার্সার হয়ে সর্বজয়ী সাবেক ফুটবলার জাভি। ইলকে গুন্ডোগান ট্যাকলের শিকার হওয়ার পরও পেনাল্টি না পাওয়ায় ডাগ আউটে দাঁড়িয়ে ক্ষোভে বিলবোর্ডে লাথি মারেন তিনি। রেফারির প্রতি বাজে মন্তব্যও করেন। ওই আচরণ ঠিক ছিল না বলে জানান তিনি, ‘ওটা আমার ভুল ছিল।’

আরও পড়ুন

×