অবসরে ফরাসি ফুটবলার, দায় দিলেন করোনার টিকাকে

ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৪ | ১৫:০৫
ফ্রান্সের দ্বিতীয় স্তরের ক্লাব লাভালেতে খেলতেন ফ্রাঁসোয়া জাভিয়ের ফুমু তামুজো। চোটের সঙ্গে লড়াইয়ে পেরে না উঠায় কয়েকদিন আগেই দিয়েছেন অবসরের ঘোষণা। তবে মাত্র ২৯ বছরে অবসরের সিদ্ধান্তের জন্য তামুজো দায়ী করলেন করোনার টিকাকে। ফ্রান্সের দৈনিক লে’কিপ গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তামুজোর দাবি, করোনার টিকার কারণেই তার মাংসপেশিতে তীব্র ব্যথার উদ্রেক হতো, এতে তিনি ঘন ঘন চোটে পড়তেন। করোনা টিকার দ্বিতীয় ও তৃতীয় ডোজ নেওয়ার পর তার মাংসপেশিতে সমস্যা দেখা দেয়। এতে নিয়মিত চোটে পড়ায় তার পারফরম্যান্সে প্রভাব ফেলে এবং একসময় মাঠের বাইরে ছিটকে দেয়।
তামুজো এতে দায়ী করেছেন করোনার টিকা উৎপাদনকারী দুটি প্রতিষ্ঠান ফাইজার ও বায়োএনটেককে। প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে তিনি মামলা করারও সিদ্ধান্ত নিয়েছেন। ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ) ফুটবলারদের জন্য এই টিকা সরবরাহ করায় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন।
ফরাসি এই ফুটবলারের আইনজীবি এরিক লাঁজারোন লে’কিপকে বলেন, ‘ফুমু তামুজোকে যখন টিকা দেওয়া হয় (জুলাই ২০২১), তখন এটা বাধ্যতামূলক ছিল না। পরে এটা পেশাদার ফুটবলারদের জন্য বাধ্যতামূলক করা হয়। আমি মনে করি, তিনি (তামুজো) এ ব্যাপারে বেশ সচেতন ছিলেন। আইন প্রবর্তনের (টিকা নেওয়া বাধ্যতামূলক করার) আগেই তিনি স্বাস্থ্যবিধি মেনে চলেছেন।’
লে’কিপের প্রতিবেদনে বলা হয়েছে, করোনার টিকার পার্শপ্রতিক্রিয়ায় আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছেন তামুজো। আগামী ২ জুলাই ফ্রান্সের রাজধানী প্যারিসের বিচারিক আদালতে শুনানি হবে।
- বিষয় :
- করোনার ভ্যাকসিন
- ফ্রান্স
- অবসর
- ফাইজার
- ফাইজার-বায়োএনটেক