ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

কামব্যাকের শেষ টানতে পারল না টটেনহাম 

কামব্যাকের শেষ টানতে পারল না টটেনহাম 

আত্মঘাতী গোল থেকে প্রথম লিড নেয় আর্সেনাল। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৪ | ২১:২৫

টটেনহামকে তাদেরই মাঠে প্রথমার্ধে স্তব্ধ করে দিয়েছিল আর্সেনাল। শিরোপার লড়াইয়ে থাকা গানাররা প্রথমার্ধে স্পার্সদের জালে পাঠিয়ে দেয় ৩ গোল। দ্বিতীয়ার্ধে কামব্যাক করে সমতায় ফেরার আশা জাগালেও শেষ পর্যন্ত পারেনি এনজে পোস্তেকগলুর দল। হেরেছে ৩-২ ব্যবধানে। 

ম্যাচের ১৫ মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। টটেনহামের এমিল হজবার্গের আত্মঘাতী গোল থেকে প্রথম লিড তুলে নেয় দলটি।

পরেই আরও দুই গোল করে ম্যাচ নিয়ন্ত্রণে নেয় মাইকেল আর্তেতার দল। ম্যাচের ২৭ মিনিটে বুকোয়াকা সাকা গোল করেন। ওই গোলে অবদান রাখেন কাই হাভার্টেজ। 

পরেই জালে বল পাঠিয়ে দেন হাভার্টেজ। ম্যাচের ৩৮ মিনিটে আর্সেনাল ৩-০ গোলের লিড নেয়। ডিকলান রাইস তাকে দিয়ে ওই গোলটি করান। 

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার আশা দেয় স্পার্সরা। দলটির আর্জেন্টাইন স্ট্রাইকার ক্রিস্টিয়ান রোমেরো করেন ওই গোল। এরপর ৮৭ মিনিটে পেনাল্টি থেকে সন হিউয়েন মিন ব্যবধান ৩-২ করে ফেলেন। শেষের সময়টা আক্রমণ তুলে গেলে আর্সেনালের হৃদয় ভাঙতে পারেনি টটেনহ্যাম। 

আরও পড়ুন

×