যুক্তরাষ্ট্রে অনুশীলনের ব্যবস্থা নিয়ে অসন্তুষ্ট ভারত

ছবি- এক্স
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩১ মে ২০২৪ | ২২:৩০
দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপের দামামা। আর মাত্র দুই দিন বাদেই মাঠে গড়াতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। এ টুর্নামেন্টকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত অংশগ্রহণকারী দলগুলো। বুধবার থেকে যুক্তরাষ্ট্রের মাটিতে অনুশীলন শুরু করেছে ভারতও। কিন্তু যুক্তরাষ্ট্রের অনুশীলনের ব্যবস্থা নিয়ে খুশি হতে পারছেন না রোহিত শর্মারা। খুব সাধারণ মানের সরঞ্জাম নিয়ে অনুশীলন করতে হচ্ছে বলে অভিযোগ রাহুল দ্রাবিড়দের।
আগামীকাল প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে নামবে ভারত। এই ম্যাচকে সামনে রেখে রোহিতের দল পরশু যে মাঠে (ক্যান্টিয়াগ পার্ক) অনুশীলন করেছে, তা নাসাউ কাউন্টি স্টেডিয়ামের অদূরে অবস্থিত। ক্যান্টিয়াগ পার্কের সকল সুযোগ-সুবিধা ‘গড়পড়তা’ মানের বলে অসন্তুষ্টি প্রকাশ করেছেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়।
ভারতের অসন্তুষ্টর বিষয়টি এক সূত্রের মাধ্যমে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮। সূত্র সংবাদমাধ্যমটিকে বলেছেন, ‘পিচ থেকে শুরু করে অন্যান্য সকল সুযোগ-সুবিধা অস্থায়ী। এটা বলা ভালো হবে যে, সবকিছু গড়পড়তা মানের। দল এ নিয়ে তাদের উদ্বিগ্ন জানিয়েছে।’
শুধু মাঠের সুযোগ-সুবিধা নিয়েই নয়, খাবার নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে ভারতীয় দল। জানা গেছে, অনুশীলনের সময় যে খাবার সরবরাহ করা হয়েছে তা পর্যাপ্ত পরিমাণের ছিল না। এছাড়া অনুশীলন সেশন কাভার করতে আসা সাংবাদিকদের বক্সে করে খাবার দেওয়ায় অনেক খেলোয়াড় নাকি খুশি হননি।
যদিও বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) অভিযোগ অস্বীকার করে বলেছে, ‘ক্যান্টিয়াগ পার্কের অনুশীলন সুবিধা নিয়ে কোনো দল অভিযোগ বা উদ্বেগ প্রকাশ করেনি।’