ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ভারত-পাকিস্তানকেও হুমকি দিয়ে রাখল যুক্তরাষ্ট্র

ভারত-পাকিস্তানকেও হুমকি দিয়ে রাখল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রকে ম্যাচ জিতিয়ে জোনসের উল্লাস। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৪ | ১৯:৪৬

প্রথম দেখাতেই ধরাশায়ী বাংলাদেশ। টি২০ বিশ্বকাপের অভিষেক ম্যাচও স্মরণীয় করে রেখেছে তারা কানাডাকে হারিয়ে। এসব যে চমক নয়, কানাডার বিপক্ষে তৃতীয় উইকেটে ৫৮ বলে ১৩১ রানের ঝড় তুলেই তা বুঝিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। ১৯৫ রান তাড়া করে ম্যাচ জিতে নিয়েছে তারা দুই ওভার বাকি থাকতেই। 

ভয়ডরহীন এই ইনিংসের পর তাই যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাক প্যাটেল বলতেই পারেন, ‘বিশ্বকাপে আমরা এভাবেই সাহসী ক্রিকেট খেলে যাব, তাতে সামনে ভারত-পাকিস্তান যেই আসুক না কেন।’ গ্রুপ পর্বে ৬ জুন তাদের পরের ম্যাচের প্রতিপক্ষ পাকিস্তান। সুপার এইটে যেতে হলে আয়ারল্যান্ড বাদেও ভারত কিংবা পাকিস্তানের কোনো এক দলকে তাদের হারাতেই হবে।

সেই চ্যালেঞ্জ নিয়েছেন হার্ডহিটার অ্যারন জোন্সও। ‘টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে আমাদের গেম প্ল্যানের খুব একটা পরিবর্তন হবে না। আমরা সাহসী ক্রিকেট খেলতে চাই, আমরা স্মার্ট ক্রিকেট খেলতে চাই। আমরা এই মানসিকতা নিয়েই পাকিস্তানের বিপক্ষে খেলতে নামব। বিপক্ষে যে কোনো দলই থাকুক না কেন, আমরা ভয়ডরহীন ক্রিকেটই খেলে যাব।’ 

কানাডার বিপক্ষে ৪২ রানের মধ্যে ২ উইকেট হারানো পরও যে সাহসিকতা প্রদর্শন করেছেন জোন্স, তাতে করে ভারত-পাকিস্তান ম্যাচেও তাঁকে নিয়ে প্রতিপক্ষ আলাদাভাবে ভাবতে পারে। যুক্তরাষ্ট্রের এই দলেই ভারত ও পাকিস্তান বংশোদ্ভূত অন্তত চার ক্রিকেটার রয়েছেন, যারা কিনা ওই দুটি দেশের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপও খেলেছেন। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে বাংলাদেশের বিপক্ষে সদ্য ম্যাচ জয়ের অভিজ্ঞতা আছে তাদের।

আরও পড়ুন

×