ব্যাটিংয়ে রান পেলেও বোলিংয়ে খরুচে সাকিব, হারল তার দল

ছবি- ক্রিকইনফো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৪ | ১১:৫১ | আপডেট: ০৮ জুলাই ২০২৪ | ১১:৫৫
সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে মোটেও ভালো অবস্থায় নেই সাকিব আল হাসান। বল হাতেও বলার মত পারফরম্যান্স নিয়ে অনেকদিন হল। বলা যায়, অলরাউন্ডার সাকিবের দেখা মিলছে না এখন। টি-টোয়েন্টি বিশ্বকাপ, যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট (এমএলসি)—সব জায়গায় দেখা যাচ্ছে একই চিত্র।
যুক্তরাষ্ট্রের মেজর ক্রিকেট লিগে প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও খরুচে বল করেছেন তিনি। তবে এদিন ব্যাট হাতে কিছুটা রান পেতে দেখা যায় তাকে। যদিও হেরেছে তার দল লস এঞ্জেলস নাইট রাইডার্স। সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের কাছে সাকিবের দল হেরেছে ৬ উইকেটে।
ডালাসে প্রথমে ব্যাট করে সাকিব, আন্দ্রে রাসেল ও ডেভিড মিলারের ব্যাটে ভর করে ৬ উইকেটে ১৬৫ রান তোলে নাইট রাইডার্স। ২৫ বলে ২ চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৪০ রান নিয়ে অপরাজিত থাকেন আন্দ্রে রাসেল। এছাড়া ২৬ বলে ৬ চারে ৩৫ রান করেছেন সাকিব। চতুর্থ উইকেটে নিতিশ কুমারকে নিয়ে ৪৫ রানের জুটি গড়েন তিনি।
রান তাড়ায় ফিন অ্যালেন ও ম্যাথু শর্টের ঝোড়ো ব্যাটিংয়ে ২৮ বল হাতে রেখেই জয় তুলে নেয় ইউনিকর্নস। এদিন বল হাতে বেশ খরুচে ছিলেন সাকিব। মাত্র ২ ওভার বোলিং করে ২৭ রান দিয়েছেন তিনি। এর মধ্যে তাকে টানা তিন ছক্কা হাঁকিয়েছেন ফিন অ্যালেন। এই কিউই ওপেনারের বিধ্বংসী ইনিংসেই জয়ের পথটা সহজ হয়ে যায় ইউনিকর্নসের জন্য। ৩৭ বলে ৪ চার ও ৫ ছক্কায় ৬৩ রান করে ম্যাচসেরা হন তিনি। এছাড়া ২৬ বলে ৫৮ রান করেন ম্যাথু শর্ট।
সাকিবের দল তাদের পরের ম্যাচ খেলবে বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে ছয়টায়। প্রতিপক্ষ কুইন্টন ডি ককদের সিয়াটল অরকাস।
- বিষয় :
- এমএলসি
- সাকিব আল হাসান