ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্রে সাকিবের আরেকটি নিষ্প্রভ দিন

যুক্তরাষ্ট্রে সাকিবের আরেকটি নিষ্প্রভ দিন

ছবি- ফেসবুক

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৪ | ১৩:৫০

বাজে ছন্দ কাটিয়ে এখনো জ্বলে উঠতে পারছেন না সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রের মেজর ক্রিকেট লিগে আরও এক ম্যাচে খরুচে বল করলেন তিনি, সেই সঙ্গে ব্যাটিংয়েও মারলেন ডাক। রোববার রাতে সাকিবের ব্যর্থতার দিনে তার দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সও জিততে পারেনি। ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে ৮ উইকেটে হেরেছে সাকিবের দল।

চার্চ স্ট্রিট পার্কে ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে আগে ব্যাট করতে নামা লস অ্যাঞ্জেলসের হয়ে এদিনও চার নম্বরে ব্যাটিংয়ে নামেন সাকিব। তবে ২ বল খেলে কোনো রান না করেই তিনি আউট হয়ে ফেরেন। এরপর নাইট রাইডার্সরা ১৮.৪ ওভারে ১২৯ রান তুলে অলআউট হয়ে যায়। সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস খেলেছেন সাইফ বাদার। এছাড়া ১২ বলে ২০ রানের ইনিংস খেলেন আন্দ্রে রাসেল।

জবাবে খেলতে নেমে ওয়াশিংটনের ট্র্যাভিস হেড ও স্টিভেন স্মিথের ৭৯ রানের জুটিতে জয়ের কাছকাছি পৌঁছে যায়। ৩২ বলে ৫৪ রান করে হেড আউট হলে জুটি ভাঙে তাদের। ২ চার ও ৬ ছক্কায় নিজের ইনিংসটা সাজান অস্ট্রেলিয়ার এই ব্যাটার। এরপর রাচিন রবীন্দ্র ১১ রান করে আউট হলেও ম্যাচ জিততে সমস্যা হয়নি ওয়াশিংটনের। স্টিভেন স্মিথ ৪২ ও আন্দ্রিস গাউস ১৫ অপরাজিত থাকেন। 

লস অ্যাঞ্জেলসের বোলারদের মধ্যে স্পেন্সার জনসন ও শ্যাডলি ভেন শাল্কউইক প্রত্যেকে একটি করে উইকেট নেন। বল হাতে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছেন সাকিব। টানা তিন ম্যাচে উইকেটশূন্য ছিলেন বাঁহাতি এই স্পিনার। আজ ৩ ওভার বোলিং করে ২৯ রান খরচায় উইকেটশূন্য ছিলেন। এমএলসিতে ১০ ওভার বা তার বেশি বল করা বোলারদের মধ্যে সবচেয়ে খরুচে সাকিব। ৪ ম্যাচে তিনি ১০ ওভার বোলিং করে ১১.১০ ইকোনোমিতে রান দিয়েছেন ১১১।

আরও পড়ুন

×