বাংলাদেশের নারী বিশ্বকাপ নিয়ে শঙ্কায় অসি অধিনায়ক

ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪ | ১৫:২১
৩ থেকে ২০ অক্টোবর সিলেট ও ঢাকায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা। পরিকল্পনা অনুযায়ী বিশ্বকাপ আয়োজনের সব ব্যবস্থা করে রেখেছে বিসিবি। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে আসরটি বাংলাদেশে হবে কিনা তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকার আসরটি ধরে রাখার বিষয়ে আশাবাদী হলেও কয়েকটি দেশের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে এটি বাংলাদেশ থেকে সরেও যেতে পারে।
আসন্ন নারী বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যালিসা হিলি। তার মতে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে এখানে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা ভুল হবে। তিনি বলেছেন, ‘এই মুহূর্তে সেখানে (বাংলাদেশে) খেলাটা আমার কাছে মনে হয় কঠিন হবে, একজন মানুষ হিসেবে আমার মনে হয় এটা ভুল হতে পারে। যে দেশ সত্যিই ভুগছে, তাদের পুঁজি নিয়ে অন্য জায়গায় (বিশ্বকাপে) ব্যবহারের ব্যাপারটি আমার কাছে কঠিন মনে হচ্ছে। যেসব মানুষ মারা যাচ্ছে, তাদের সহায়তায় এখন সবাইকে প্রয়োজন। নিশ্চিতভাবেই বাংলাদেশে একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের চেয়ে বড় ব্যাপার ঘটছে। তবে আমি এটি আইসিসির ওপর ছেড়ে দেব।’
ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ভারত তার নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় থেকে। ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলেও এখনও দেশগুলো তাদের নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি।
এরই মধ্যে বিকল্প ভেন্যুর আলোচনাও উঠেছে। বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা নাকচ করে দিয়েছে ভারত। আগ্রহী নয় অস্ট্রেলিয়াও। শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে বিশ্বকাপ সরে গেলে সেটি আয়োজিত হতে পারে জিম্বাবুয়ে বা সংযুক্ত আরব আমিরাতে।
গত মার্চ–এপ্রিলে বাংলাদেশ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলে গেছে অস্ট্রেলিয়া। সেটি মনে করিয়ে হিলি বলেন, ‘সেখানে গিয়ে কন্ডিশন ও ধীরগতির টার্নিং উইকেটে খেলে অভ্যস্ত হওয়া আমাদের ভালো একটা অবস্থানে নিয়ে গেছে। বিশ্বকাপ বাংলাদেশে হোক বা বাংলাদেশে না হোক; মনে হয় না আমাদের যা আছে, তাতে প্রভাব ফেলবে। আমাদের সামনে যা-ই আসুক না কেন, আমরা ভালোমতোই প্রস্তুত।’
- বিষয় :
- নারী বিশ্বকাপ