চলতি বছর মাঠে নামা হচ্ছে না উডের

ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪ | ১৭:৪১
চোটের কারণে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে গেছেন মার্ক উড। এ বছর আর ইংল্যান্ডের জার্সিতে দেখা যাবে না তারকা পেসারকে। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে বোলিংয়ের সময় উরুতে চোট পেয়েছেন উড।
ওল্ড ট্রাফোর্ডে তিন ম্যাচের সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনে তার ১১তম ওভারে দুটি ডেলিভারি ছাড়তে পারেন উড। এরপর উরুতে চোট অনুভব করেন তিনি। চোট এতটাই গুরুতর ছিল যে তাৎক্ষণিকভাবে মাঠই ছাড়তে হয়ে ডানহাতি পেসারকে। মূলত, বোলিংয়ে অতিরিক্ত গতি দেওয়ার কারণে কনুইয়ের হাড়ে চাপ পড়েছে উডের। যে কারণে ২০২৪ সালের ক্যারিয়ার এখানেই শেষ করতে হলো তাকে।
এ বছর ইংল্যান্ডের পাকিস্তান ও নিউজিল্যান্ড সফরে ৬টি টেস্টে খেলতে পারবেন না উড। বছরের বাকি সময়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫টি ওয়ানডে, ৩ টি-টুয়েন্টি এবং ওয়েস্ট ইন্ডিজ সফরে ৩টি ওয়ানডে ও ৫ টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড। ওই ম্যাচগুলোও খেলতে পারবেন না ৩৪ বর্ষী পেসার।