ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

নাঈম-মিরাজের হয়ে ঢাল ধরলেন তাইজুল

নাঈম-মিরাজের হয়ে ঢাল ধরলেন তাইজুল

ছবি- সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪ | ১৫:০৮

এমনিতে বাংলাদেশের ক্রিকেটে স্পিনারদের ছড়াছড়ি। তারপরও কোনো ম্যাচে স্পিনাররা একটু খারাপ পারফরম্যান্স করলেই সমালোচনায় বিদ্ধ হন তারা। মিরপুর টেস্টে একটি উইকেটও পাননি নাঈম। দুটি উইকেট পেলেও প্রত্যাশামত কিছু করেননি মিরাজও। সংবাদ সম্মেলনে এসব প্রসঙ্গ উঠতেই যেন তাদের হয়ে ঢাল ধরলেন তাইজুল ইসলাম।

চট্টগ্রামে আজ ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে নাঈম-মিরাজের হয়ে ঢাল ধরে তাইজুল বলেন, ‘নাইমের রেকর্ড কিন্তু খারাপ না, এক ম্যাচ পারে নাই মানে পারবে না এমন না, এক ম্যাচ এমন হতে পারে। কিন্তু সামনে যে ম্যাচ আছে তারা কামব্যাক করবে। মিরাজ গত সিরিজে পাকিস্তান, ভারতে ভালো করেছে। নাইমও আগে মিরপুরে চট্টগ্রামে ভালো করেছে, তো এক ম্যাচ খারাপ হতে পারে।’

এদিকে প্রথম টেস্ট খেলার পরই শান্তর অধিনায়কত্ব ছাড়ার প্রসঙ্গটি সামনে আসে। এর আগের দুয়েকজনও নেতৃত্ব ছেড়েছেন সিরিজের মাঝপথে, নাটকীয়ভাবে। এসব ঘটনা কি ক্রিকেটারদের মধ্যে প্রভাব ফেলে? এমন প্রশ্নে তাইজুল জানান, ‘এটা টিম গেম, টিম কি করে ভালো থাকবে এটা ইমপরট্যান্ট। এটার ইফেক্ট কেউ কেউ নিতে পারে না, কেউকেউ রিল্যাক্স থাকতে পারে৷ ’

আরও পড়ুন

×