ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ভিনি কি বৈষম্যের শিকার?

ভিনি কি বৈষম্যের শিকার?

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪ | ১৫:০২ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ | ১৫:৩৫

২০২৪ ব্যালন ডি’অর ঘোষণার পর থেকেই গুঞ্জন রটে ফুটবলের ব্যাক্তিগত সেরা পুরস্কারটি পেতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল তারকা ভিনিসিয়াস জুনিয়র। প্রায় সকল বিশেষজ্ঞের সম্ভাবনাতেই এগিয়েছিলেন ভিনি। অধিকাংশ ফুটবল সমর্থক ধরেই নিয়েছিলেন, এবারের ব্যালন ডি’অর পেতে যাচ্ছেন মাদ্রিদের হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো ভিনি। তবে গতকাল সন্ধ্যার পর থেকেই বদলে যায় দৃশ্যপট। আন্তর্জাতিক গণমাধ্যম চাউর হয়- এবার এ পুরস্কার পাচ্ছেন না ভিনি। শেষ পর্যন্ত সেটাই সত্যি হয়েছে। ফুটবলের ব্যক্তিগত অর্জনের সর্বোচ্চ এ পুরস্কার ওঠেছে স্প্যানিশ তারকা রদ্রির হাতে।

এদিকে ভিনিসিয়াস ব্যালন ডি’অর পাচ্ছেন না দেখে অনুষ্ঠান বর্জন করে পুরো রিয়াল মাদ্রিদ। ক্লাবটির কেউই এ অনুষ্ঠানে যোগ দেননি। ভিনির ব্যালন ডি’অর না পাওয়াটা ঠিক মেনে নেয়নি রিয়াল। ভিনি ছাড়াও এ পুরস্কার পাওয়ার তালিকায় আরও ছিলেন রিয়ালের জুড বেলিংহাম ও দানি কার্ভাহালও। বেলিংহাম জাতীয় দলের হয়ে শিরোপা না জিতলেও কার্ভাহাল রিয়ালের হয়ে শিরোপা জয়ের পাশাপাশি স্পেনের হয়ে ইউরো জিতেছেন। তাই রিয়াল মাদ্রিদ ধরেই নিয়েছিল, ভিনি ব্যালন ডি’অর না পেলেও বেলিংহাম বা কার্ভাহালের একজন অবশ্যই পাবেন।

রিয়াল মাদ্রিদ উল্টো প্রশ্নবিদ্ধ করেছে ব্যালন ডি’অরের বিজয়ী নির্বাচনের প্রক্রিয়াকে। এএফপিকে তারা বলেছে, ‘পুরস্কার দেওয়ার যে মানদণ্ড, তার ওপর ভিত্তি করে বিজয়ী হিসেবে যদি ভিনিকে বেছে না নেওয়া হয়, তাহলে একই মানদণ্ড বিচারে কার্ভাহালকে বিজয়ী হিসেবে চিহ্নিত করা উচিত। যেহেতু এমন কিছু হয়নি, তাই এটা পরিষ্কার যে ব্যালন ডি’অর-উয়েফা রিয়াল মাদ্রিদকে সম্মান করে না। আর যেখানে সম্মান নেই, রিয়াল মাদ্রিদ সেখানে যায় না।’

ব্যালন ডি’অর না পাওয়ায় তা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ভিনিসিয়াস নিজেও। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, ‘এটা (ব্যালন ডি’অর) জিততে পরবর্তীতে এর চেয়ে ১০ গুন ভালো করবো আমি। তারা এর জন্য একদমই প্রস্তুত নয়।’

সাম্প্রতিক সময়ে বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন ভিনিসিয়াস। ব্রাজিল তারকার ম্যানেজমেন্টের মতে, বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার বলেই পুরস্কার জেতা হয়নি ভিনির। তাদের বিশ্বাস, ফুটবল বিশ্বের পক্ষ থেকে এই লড়াইকে পুরোপুরি গ্রহণ করা সম্ভব নয় বলেই তাকে পুরস্কার থেকে বঞ্চিত করা হয়েছে। গত বছর স্পেনের বিভিন্ন ম্যাচে ভিনিসিয়াস বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছিলেন, যার ফলস্বরূপ দুই ব্যক্তিকে আদালতের মুখোমুখি হতে হয়েছিল।

ভিনিসিয়াসের ব্যালন ডি’অর জিততে না পারা বড় ধাক্কা হয়ে এসেছে তার ক্লাব রিয়ালে। জাতীয় দল ও ক্লাব সতীর্থরা ভিনির পাশে দাঁড়িয়েছেন। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন প্রতিক্রিয়া। গত মৌসুম শেষে ফুটবলকে বিদায় জানানো জার্মান মিডফিল্ডার টনি ক্রুস ইনস্টাগ্রামে ভিনির সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘দ্য বেস্ট।’ যার মানে ভিনিকেই সেরা মানেন ক্রুস। 

বর্তমানে সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে খেলা বেনজেমা তার ইনস্টাগ্রাম স্টোরিতে ভিনির সঙ্গে একটা ছবি দিয়ে লিখেছেন, ‘ট্রপ ফোর্ট।’ যার মানে শক্ত থাকো।

রিয়ালের উরুগুয়াইন মিডফিল্ডার ফেদরিকো ভালবার্দে লিখেছেন, ‘কোন পুরস্কারের সাধ্য নেই বলার তুমি কতটা ভালো। আমি শুধু খেলোয়াড় হিসেবে মাঠে তোমার ঝলকের কথা বলছি না, মাঠের বাইরে (ততটাই ভালো)। ভালোবাসি ভাই।’

রিয়ালে ভিনির বর্তমান সতীর্থ কামাভিঙ্গা বিষয়টিকে দেখছেন ফুটবল রাজনীতির দৃষ্টিকোণ থেকে। তিনি ‘এক্স’-এ ভিনির সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, ‘ভাই আমার, তুমি বিশ্বের সেরা খেলোয়াড় এবং কোনো পুরস্কারই অন্য কিছু বলতে পারে না। ভাই, তোমাকে ভালোবাসি।’ পাশাপাশি ‘ফুটবল রাজনীতি’ লিখে তার পাশে ক্রস চিহ্ন দিয়েছেন।

রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা চুয়ামেনি কড়া প্রতিক্রিয়ায় লিখেছেন, ‘তুমি কি দিতে পার সেজন্য তারা প্রস্তুত নয়। আমরা সব জানি ভাই।’

এছাড়া ব্রাজিলিয়ান নারী ফুটবলের কিংবদন্তি মার্তা ইনস্টাগ্রামে এক ভিডিওতে হতাশা প্রকাশ করে বলেন, ‘পুরো বছর অপেক্ষা করেছি ভিনি জুনিয়রকে সেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পেতে, আর এখন বলছে ব্যালন ডি’অর তার জন্য নয়?’

আরও পড়ুন

×