ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সাকিবের অভাব কেউ পূরণ করতে পারবে না, জানালেন নাসুম

সাকিবের অভাব কেউ পূরণ করতে পারবে না, জানালেন নাসুম

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪ | ১৪:২৪

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে সংযুক্ত  আরব আমিরাতে বাংলাদেশ দল। বুধবার শারজাহ স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে খেলেছে শান্তর দল। যেখানে আফগানিস্তানের বিপক্ষে ৯২ রানের বড় ব্যবধানে হারের লজ্জা পায় টাইগাররা।

এই ম্যাচের আগে আমিরাতে যেতে পারেননি প্রথমবার ওয়ানডে দলে ডাক পাওয়া পেসার নাহিদ রানা ও গত বছরের ওয়ানডে বিশ্বকাপের পর ডাক পাওয়া স্পিনার নাসুম আহমেদ। ভিসা জটিলতায় তাদের মরুর দেশে যাওয়া হয়নি।

ওই সমস্যার সমাধান হয়েছে। বৃৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল দশটায় আরব আমিরাতের উদ্দেশে দেশ ছেড়েছেন নাসুম ও রানা।

শারজার উদ্দেশে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে সাকিব আল হাসানের প্রসঙ্গ আসলে গণমাধ্যমকে নাসুম বলেন, ‘ওনাকে তো সবসময় মিস করা হয়, ওনার অভাব তো আর কেউ পূরণ করতে পারবে না। পরবর্তী দুই ম্যাচের জন্য প্রত্যাশা দোয়া কইরেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে।’

আরও পড়ুন

×