ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

চোটে জর্জরিত হলেও ছন্দ ধরে রাখতে চায় ব্রাজিল

চোটে জর্জরিত হলেও ছন্দ ধরে রাখতে চায় ব্রাজিল

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪ | ১৫:৫৭ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ | ১৭:৪৪

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৩টায় ভেনেজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল। ভেনেজুয়েলা কখনোই বিশ্বকাপ খেলেনি। আর ব্রাজিল হলো একমাত্র দল, যারা কিনা প্রতিটি বিশ্বকাপে অংশ নিয়েছে। 

এবার অবশ্য ভেনেজুয়েলার কিঞ্চিৎ সম্ভাবনা আছে। ১১ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে তারা। ব্রাজিলের অবস্থাও ভালো ছিল না। গত মাসে দুই জয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে। কাগজে-কলমে পিছিয়ে থাকা ভেনেজুয়েলার বিপক্ষে যদি জিততে না পারে, তাহলে সামনে সমস্যায় পড়তে হবে ব্রাজিল বস দরিভাল জুনিয়রকে। কারণ, তাদের পরের চারটি ম্যাচই পয়েন্ট টেবিলের সেরা পাঁচে থাকা দলের বিপক্ষে।

ব্রাজিল দলে চোট নিয়ে দুশ্চিন্তা থাকছেই। রদ্রিগো ছিটকে গেছেন। তার জায়গায় শুরুর একাদশে ফিরছেন ভিনিসিয়াস জুনিয়র। চোট পাওয়া আরেক সতীর্থ এডার মিলিতাওকে তো অস্ত্রোপচারই করাতে হচ্ছে। চোটে জর্জরিত দল বলে পুরোপুরি নির্ভার থাকতে পারছে না ব্রাজিল। তাই ম্যাচের আগের এই পরিস্থিতিকে জটিল বলেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র, ‘আমার মনে হয় সাম্প্রতিক অবস্থাটা আমাদের জন্য জটিল। দুর্ভাগ্যবশত চোটের পর চোট...এখন মিলিতাও।’

ফিটনেস ইস্যুতে আবার মিডফিল্ডার আন্দ্রে ও লেফটব্যাক গুইলের্মে আরানা অনুশীলন মিস করেছেন। তাদের নিয়েও দুশ্চিন্তা কাজ করছে। দরিভাল বলেছেন, ‘ভেনেজুয়েলা ম্যাচের পর আরও ভালো করে তাদের নিয়ে পরীক্ষা করা হবে। তার পরেই প্রয়োজনীয় পরিবর্তন করা সম্ভব হবে।’

সর্বশেষ দুই ম্যাচে জিতে ছন্দে রয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। বাছাইয়ে এখন চার নম্বরেই রয়েছে। সেই মোমেন্টাম ধরে রাখাই লক্ষ্য তাদের, ‘শেষ দুই ম্যাচে যা করেছি, সেটা যদি ধরে রাখতে পারি... তাহলে আমার আরও মোমেন্টাম ফিরে পাবো। এখনও কিছু শেষ হয়ে যায়নি। উন্নতিটা দেখাতে পারছি।’

ভেনেজুয়েলার বিপক্ষে অবশ্য ব্রাজিলের রেকর্ড বেশ ভালো। দুই দলের ৩০ মোকাবিলায় ২৪ ব্রাজিলের, ভেনেজুয়েলা জিতেছে মাত্র দুটি ম্যাচ।

আরও পড়ুন

×