প্রথমার্ধে গোলের দেখা পেল না আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪ | ০৭:২৪
চলতি বছরের শেষ ম্যাচে পেরুর মুখোমুখি হয়েছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলের বেশ কয়েকজন খেলোয়ার ইনজুরিতে থাকায় এদিন একাদশ সাজাতে হিমশিম খেতে হয়েছে আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনিকে।
বুধবার বাংলাদেশ সময় সকাল ৬টায় বুয়েনস আইরেস লা বোম্বোনেরা স্টেডিয়ামে মুখোমুখি হয় পেরু ও আর্জেন্টিনা।
আজকের খেলার প্রথমার্ধ শেষ হয়েছে গোল শূন্য সমতায়। দুই দলের কেউই গোলের দেখা পায়নি প্রথমার্ধে।
সবশেষ নিজেদের শেষ পাঁচ ম্যাচের তিনটিতেই জয় পেতে ব্যর্থ হয়েছে আর্জেন্টিনা। দুই ম্যাচ হার আর এক ম্যাচে ড্রয়ের ফলে তিন অ্যাওয়ে ম্যাচেই জয়বঞ্চিত মেসিবাহিনী। আজকের ম্যাচে হেরে গেলে বা পেরুর সঙ্গে ড্র করলে দুই নম্বরে নেমে যাবে মেসির দল।
খেলা দেখবেন যেভাবে
পেরু-আর্জেন্টিনার ম্যাচটি ভারতীয় উপমহাদেশের কোনো চ্যানেলে সরাসরি দেখা যাবে না। তবে লাইভ স্ট্রিমগুলোতে বিনামূল্যে ম্যাচটি উপভোগ করতে পারবেন দর্শকরা। আর্জেন্টিনার ম্যাচ দেখতে এখানে ক্লিক করুন।
- বিষয় :
- আর্জেন্টিনা ফুটবল
- পেরু
- ফুটবল