ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

সাফজয়ী নারী দলকে পুরস্কারের অর্থ বুঝিয়ে দিল বিসিবি

সাফজয়ী নারী দলকে পুরস্কারের অর্থ বুঝিয়ে দিল বিসিবি

সাবিনা খাতুনের হাতে পুরস্কারের চেক হস্তান্তর করছেন বিসিবির কর্তারা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪ | ২০:৩৯

সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে প্রতিশ্রুত ২০ লাখ টাকার চেক প্রদান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে চেকটি তুলে দেন সভাপতি ফারুক আহমেদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, ফাহিম সিনহা ও জাতীয় নারী ফুটবল দলের ম্যানেজার মাহমুদা আখতার। 

অক্টোবরে নেপালের কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিকদের ২-১ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত শিরোপা জয়ের কৃতিত্ব দেখায় বাংলাদেশ। সাবিনার নেতৃত্বে বাংলাদেশ দল দেশে ফেরার পর বিসিসি পুরো দলকে ২০ লাখ টাকা দেবার ঘোষনা দিয়েছিল। সেই অর্থই আজ প্রদান করা হলো।

আরও পড়ুন

×