ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

সেঞ্চুরিতে লেভার কীর্তি

সেঞ্চুরিতে লেভার কীর্তি

চ্যাম্পিয়ন্স লিগে গোলের সেঞ্চুরি করেছেন রবার্ট লেভাডভস্কি। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪ | ১৮:১১

চ্যাম্পিয়ন্স লিগে গোলের সেঞ্চুরি করেছেন রর্বাট লেভানডভস্কি। তৃতীয় ফুটবলার হিসেবে ইউরোপ সেরার লড়াইয়ে ১০০ গোল করার কীর্তি গড়েছেন এই পোলিশ স্ট্রাইকার। 

ব্রেস্তের বিপক্ষে গ্রুপ পর্বের ৫ম ম্যাচে ৩-০ গোলে জিতেছে বার্সা। ম্যাচের ১০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন লেভা। ১২৫ ম্যাচে ১০০ গোল পূর্ণ করেন তিনি। পরে যোগ করা সময়ে আরও এক গোল করেন এই স্ট্রাইকার। 

বার্সার হয়ে অন্য গোলটি করেন দানি অলমো। ৬৬ মিনিটে গোল করেন এই মিডফিল্ডার। হার দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করা কাতালানরা পয়েন্ট টেবিলে উঠে এসেছে দুইয়ে। 

লেভার আগে চ্যাম্পিয়ন্স লিগে একশ’ গোল ছাড়ানোর কীর্তি গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। সিআরসেভেন ১৬৫ ম্যাচে ১৪০ গোল করেছেন। মেসি ১৬২ ম্যাচে ১২৯ গোল করেছেন। 

আরও পড়ুন

×