ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ 

ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ 

ছবি- আইসিসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫ | ১৩:৩৪

বিশ্বকাপের সুপার সিক্স পর্বে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সেমিফাইনালে জায়গা নিশ্চিত করতে টাইগ্রেসদের জন্য এই ম্যাচে জয় ভীষণ প্রয়োজন। একই সঙ্গে, এটি একপ্রকার প্রতিশোধের ম্যাচও। ৩৪ দিন আগে মালয়েশিয়ার কুয়ালালামপুরের বেউয়েমাস ওভালে এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হেরে শিরোপা স্বপ্ন ভেঙেছিল সুমাইয়া আক্তারদের দল।  

এদিন টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ভারত অধিনায়ক নিকি প্রসাদ। রোববার মালয়েশিয়ার বেউয়েমাস ওভালে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে খেলা শুরুতে কিছুটা দেরি হয়। তবে, বৃষ্টির প্রভাব থাকলেও ম্যাচের ওভার সংখ্যা অপরিবর্তিত রাখা হয়েছে।  

সুপার সিক্সের গ্রুপ ১-এ ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এসেছে। এই পর্বে ছয় দল থেকে প্রত্যেকে দুটি করে ম্যাচ খেলবে, যেখানে সেরা দুটি দল যাবে সেমিফাইনালে।  

প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া জয় তুলে নিয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। ভারতের সংগ্রহ ৪ পয়েন্ট। আজকের ম্যাচে জয় পেলে ভারতেরও পয়েন্ট হবে ৬। সেক্ষেত্রে বাংলাদেশের জন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচটি কেবল আনুষ্ঠানিকতায় পরিণত হবে।  

বাংলাদেশ একাদশ: সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আশিমা ইরা, মোসাম্মৎ ইভা, ফাহমিদা ছোঁয়া, হাবিবা ইসলাম পিংকি, আনিসা আক্তার সোবা, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, জান্নাতুল মাওয়া, সাদিয়া আক্তার, সাদিয়া ইসলাম।  

আরও পড়ুন

×