ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

রিয়ালের বিপক্ষে ফাইনালে খেলা হবে না লেভার 

রিয়ালের বিপক্ষে ফাইনালে খেলা হবে না লেভার 

বার্সার স্ট্রাইকার লেভানডভস্কি। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫ | ২১:৩৬

মৌসুমে ৪০ গোল করে ফেলেছেন বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার রর্বাট লেভানডভস্কি। লিগ, চ্যাম্পিয়ন্স লিগের সঙ্গে কোপা দেল রে’ শিরোপা জয়ের লড়াইয়ে আছে বার্সা। তবে লেভার ইনজুরির খবর ধাক্কা হয়ে এসেছে কাতালান ক্লাবটির জন্য। 

ইনজুরিতে প্রায় তিন সপ্তাহের মতো মাঠের বাইরে থাকতে হবে ৩৬ বছর বয়সী লেভাকে। যার অর্থ সাবেক বরুশিয়া ও বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২৬ এপ্রিল রাতের কোপা দেল রে’র ফাইনালে খেলতে পারবেন না। 

বার্সেলোনা বিবৃতি দিয়ে জানিয়েছে, লেভা তার বাঁ পায়ের উরুর মাংসপেশির ইনজুরিতে পড়েছেন। যাকে হ্যামস্ট্রিং ইনজুরি বলে। কতদিন তিনি মাঠের বাইরে থাকবেন সে বিষয়ে ক্লাব কিছু না বললেও বার্সা কোচ হানসি ফ্লিক জানিয়েছেন, তিনি পরিষ্কার করে বলতে পারছেন না কবে লেভা মাঠে ফিরবেন। 

পোলিশ এই স্ট্রাইকার তিন সপ্তাহের মতো মাঠের বাইরে থাকলে মৌসুমের অধিকাংশ গুরুত্বপূর্ণ ম্যাচই মিস করবেন তিনি। যেমন- কোপা দেল রে ফাইনাল ছাড়াও রিয়াল মাদ্রিদের বিপক্ষে ১১ মে’র এল ক্লাসিকোয় তাকে পাওয়ার সম্ভাবনা একেবারেই কম। আবার চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে ১ ও ১১ মে’র  সেমিফাইনালেও খেলতে পারবেন না তিনি। 

চলতি মৌসুমে বার্সা লা লিগায় ৩২ রাউন্ড শেষে রিয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে আছে। রিয়ালের চেয়ে লিগে ২৩ গোল বেশি দিয়েছে হানসি ফ্লিকের দল। ইন্টার মিলানের বিপক্ষে জিতলে বার্সা ৫ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পা রাখবে। মৌসুমে এরই মধ্যে কাতালানরা রিয়াল মাদ্রিদকে উড়িয়ে সুপার কাপ জিতেছে।    

আরও পড়ুন

×