ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বিজয়কে টেস্টে ফেরানোর ব্যাখ্যা দিলেন নির্বাচক লিপু  

বিজয়কে টেস্টে ফেরানোর ব্যাখ্যা দিলেন নির্বাচক লিপু  

টেস্ট দলে এনামুল হক বিজয়। ছবি: ফাইল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫ | ১৮:০১

জিম্বাবুয়ের বিপক্ষে ২৮ এপ্রিল চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলবে বাংলাদেশ দল। ওই টেস্টের দলে ফেরানো হয়েছে এনামুল হক বিজয়কে। তিনি সাদা বলে ডিপিএল খেলছিলেন। তাকে হুট করে টেস্ট দলে ডাকার ব্যাখ্যায় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানান, প্রক্রিয়ার মধ্যে ছিলেন বিজয়। 

লিপু বলেন, ‘বিজয় সবসময়ই আমাদের প্রক্রিয়ায় ছিল, ভাবনায় ছিল। কাউকে দলে ফেরানোর আগে ‘এ’ দলে সুযোগ দিতে হয়, আমরা এই প্রক্রিয়া অনুসরণ করেছি। গত বছর তিনি পাকিস্তানে ‘এ’ দলের সফরে ছিলেন।’ 

বিজয়ের মতো পাকিস্তানের বিপক্ষে ‘এ’ দলের সিরিজে ছিলেন জাকের আলী। দুর্দান্ত এক সেঞ্চুরি করে টেস্ট দলে ঢুকে জায়গা পাকা করে নিয়েছেন তিনি। তবে পাকিস্তানে গিয়ে বিজয় ভালো করতে পারেননি। বৃষ্টি বিঘ্নের কারণে দুটি চারদিনের ম্যাচের তিন ইনিংসে ব্যাট করতে পেরেছিলেন। ওই তিন ইনিংসে মাত্র ১৮ রান যোগ করেছিলেন টপ অর্ডারে ব্যাট করা বিজয়। 

তবে নির্বাচক লিপু জানিয়েছেন, ডিপিএলে ভালো করায় এবং এনামুলকে আত্মবিশ্বাসী মনে হওয়ায় তাকে টেস্ট দলে ফেরানো হয়েছে, ‘বিজয় খুব আত্মবিশ্বাস নিয়ে খেলছে। টেস্ট ওপেনারের যে টেম্পারমেন্ট থাকতে হয়, সেটি তার মাঝে দেখছি। এই সিরিজ শেষে তাকে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষেও খেলাব। অনেকদিন তিনি আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। শক্তিশালী কোনো প্রতিপক্ষের সঙ্গে খেলেননি। তাকে দলে ফেরানোর এটিও একটি কারণ।’

বিজয় দলে ফেরায় অফ ফর্মে থাকা দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল জয়ের একজন চট্টগ্রাম টেস্টে বাদ পড়তে পারেন। বিসিবির প্রধান নির্বাচক লিপু জানিয়েছেন, বাদ দেওয়ার আগে প্রমাণের যথেষ্ট সুযোগ তারা দিতে চেয়েছেন। অফ ফর্মে থাকা জাকির হাসানকেও ‘এ’ দলের বিপক্ষে সিরিজ খেলানোর কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক এই অধিনায়ক লিপু।

আরও পড়ুন

×