ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

সাক্ষাৎকার

বঞ্চনা এখন মেহেদীর অনুপ্রেরণা

বঞ্চনা এখন মেহেদীর অনুপ্রেরণা

ছবি- আইসিসি

সেকান্দার আলী

প্রকাশ: ১৫ মে ২০২৫ | ০৯:৪৫

২০১৮ সালে টি২০ জাতীয় দলে সুযোগ মেলে তাঁর। তবে এখনও ওয়ানডে দলে ফেরার সংগ্রাম করছেন। ২০২২ সালের টি২০ বিশ্বকাপ দলে না রাখা, ওয়ানডে ক্রিকেটের জন্য নির্বাচকদের বিবেচনায় না থাকা এবং সম্প্রতি টি২০ দলের সহঅধিনায়ক নির্বাচিত হওয়া নিয়ে মন খুলে কথা বলছিলেন শেখ মেহেদী। আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়ার আগে গতকাল সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শেখ মেহেদীর আবেগের সে গল্প শুনেছেন সেকান্দার আলী

সমকাল: টি২০ দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে ২০২৬ সালের বিশ্বকাপ নিয়ে আপনার পরিকল্পনা কী?

শেখ মেহেদী: সামনে যে দুটি সিরিজ আছে সে নিয়ে পরিকল্পনা করছি। বিশ্বকাপ অনেক দূরে। তার আগে অনেক ম্যাচ আছে। এই সিরিজগুলো খেলা, সুস্থ থেকে ভালো প্রস্তুতি নেওয়া গুরুত্বপূর্ণ। 

সমকাল: বিশ্ব টি২০তে বাংলাদেশের ভালো রেকর্ড নেই। এই সংস্করণে আপনাদের কাছে কি বড় কিছু আশা করতে পারে দেশ?

শেখ মেহেদী: আমার কাছে মনে হয়, উন্নতির অনেক জায়গা আছে। যে কোনো সংস্করণে দুটি দিক থাকে– ব্যাটিং, বোলিং। আমরা ব্যাটিংয়ে উন্নতি করতে পারলে ভালো করার সম্ভাবনা বেড়ে যাবে। কারণ, আমাদের বোলিং আগের থেকে উন্নত। ব্যাটিংয়ে কিছু জায়গায় উন্নতি করা সম্ভব হলে, স্কোর বোর্ডে চ্যালেঞ্জিং স্কোর দেওয়া গেলে বোলাররা ম্যাচ জেতাবে। মূল কথা হলো, ব্যাটিংয়ে কাঙ্ক্ষিত উন্নতি করতে পারলে আমরা একটি ভালো দল হতে পারব। 

সমকাল: গত বছর ওয়েস্ট ইন্ডিজে দারুণ একটি টি২০ সিরিজ খেলেছেন। এ বছর কি এর ধারাবাহিকতা থাকবে?

শেখ মেহেদী: ওয়েস্ট ইন্ডিজে আমরা খেলেছি ছয় মাস আগে। এই ছয় মাসের ভেতরে আন্তর্জাতিক টি২০ খেলা হয়নি। আমাদের টি২০ দলের খেলোয়াড়দের আবার নতুন করে শুরু করতে হবে। তবে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার কথা মাথায় থাকবে। যেটা ইতিবাচক। আমরা এখন আরব আমিরাতের সঙ্গে নতুন করে দুটি ম্যাচ খেলব। সেখানে ভালো ক্রিকেট খেলতে পারলে সামনে ধারাবাহিকতা রাখা সম্ভব হবে। বিশেষ করে লিটন কুমার দাস সংবাদ সম্মেলনে যেটা বলেছেন, ওই ব্র্যান্ডের ক্রিকেট খেলা সম্ভব হলে ভবিষ্যতের জন্য ভালো। 

সমকাল: ডিপিএলে আপনাকে বরাবর অলরাউন্ড পারফরম্যান্স করতে দেখা গেছে। অথচ আপনি ওয়ানডেতে থাকেন না। এ নিয়ে কষ্ট আছে? 

শেখ মেহেদী: সুযোগ না পেলে কষ্টের জায়গা প্রত্যেক খেলোয়াড়ের থাকে। আমরা যেটাকে আক্ষেপ বলে থাকি। আসলে কোনো দলে থাকা না-থাকা নির্ভর করে নির্বাচক ও ক্রিকেট বোর্ডের ওপর। আমি তো চাইব খেলতে। কারণ, আমি ৫০ ওভারের গেমে পারফর্ম করি। লাল বলেও পারফর্ম করি। টিম কম্বিনেশনে ম্যাচ না করায় আমাকে হয়তো নেওয়া হয় না। যখন সুযোগ আসবে, তখন অবশ্যই খেলব। আমার ওয়ানডে অভিষেক হয়েছে পাঁচ বছর আগে। এই পাঁচ বছরে মাত্র ১১টি ম্যাচ খেলেছি। একজন খেলোয়াড় যখন নিয়মিত খেলে, তার জন্য পারফর্ম করা সহজ। বিরতি পড়লে নতুন করে শুরু করতে হয়। আমাদের এখানে যারা নিয়মিত খেলে, তারা খেলতেই থাকে। ঘরোয়া লিগ খেলে ওটা কাভার করা সম্ভব না। আন্তর্জাতিক ফিল পুরোই আলাদা। ওই মাইন্ডসেটআপটা সম্পূর্ণ আলাদা। গুরুত্বপূর্ণ হচ্ছে, ওই জায়গায় ভালো করতে চাইলে নিয়মিত খেলতে হবে। 

সমকাল: সাকিব আল হাসান একবার সংবাদ সম্মেলনে বলছিলেন, শেখ মেহেদী বিপিএলের আবিষ্কার। আপনিও কি তাই মনে করেন? 

শেখ মেহেদী: ওরকম না। আমি ঘরোয়া ক্রিকেটে যেখানেই খেলি, তাতে পুরো ফোকাস থাকে। পারফর্ম করার চেষ্টা করি, সব সময় হয়তো ক্লিক করে না। বিপিএলে যেহেতু সবার দৃষ্টি থাকে, ওখানকার পারফরম্যান্স বেশি কাউন্ট হয়। এ কারণেই হয়তো সাকিব ভাই বলেছেন, আমার উত্থান বিপিএল থেকে। 

সমকাল: নাজমুল আবেদীন ফাহিম বলেছিলেন, শেখ মেহেদী ফ্লুক না। সে নিজেকে তিল তিল করে গড়ে তুলেছে। আন্তর্জাতিক ক্রিকেটে সে টিকে থাকার জন্যই এসেছে।

শেখ মেহেদী: স্যারের মতো একজন মানুষের কাছ থেকে এ রকম কমেন্ট পেলে অবশ্যই ভালো লাগার বিষয়। ক্রিকেট বোর্ডে যারা বড় দায়িত্বে আছেন, তারা ভালো কমপ্লিমেন্ট দিলে ভালো লাগে। বেশির ভাগ খেলোয়াড় বয়সভিত্তিক দল থেকে আসে। আমার অনূর্ধ্ব-১৯ খেলা হয়নি। সেদিক থেকে আমি একটু পিছিয়ে ছিলাম। ধীরে ধীরে সেটা ওভারকাম করেছি। আমার সংগ্রামটা বেশি ছিল।  

সমকাল: ২০২২ সালের টি২০ বিশ্বকাপে নেওয়া হয়নি কন্ডিশনকে অজুহাত বানিয়ে। একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে পরবর্তী সময়ে এক বছর জাতীয় দলে নেওয়া হয়নি। সে দুঃখ ভুলতে পেরেছেন?

শেখ মেহেদী: দুঃখের সময় তো অবশ্যই। আমি ২২ বা ২৩টি ম্যাচের ভেতরে একটি ম্যাচ খারাপ খেলেছিলাম। একটি ম্যাচের কারণে হয়তোবা তারা মনে করেছে, অস্ট্রেলিয়ার কন্ডিশনে আমার বোলিং কার্যকর হবে না। তাই দলে নেয়নি। খেলার সুযোগ পেলে দেখানো যেত বোলিং কন্ডিশন উপযোগী কিনা। নিউজিল্যান্ডে ভালো করতে পারলে অস্ট্রেলিয়ায় না করার কারণ দেখি না। যেটা বললেন, বিশ্বকাপ পরবর্তী সময়ে এক বছর জাতীয় দলে ছিলাম না। ওটা মনে করলে খারাপই লাগে। 

সমকাল: টি২০ দলের সহঅধিনায়ক হওয়ার প্রতিক্রিয়া জানতে চাই?

শেখ মেহেদী: এটা তো ভালো লাগার মতো একটি বিষয়। বিসিবি আমার ওপর আস্থা রেখেছে। এখন আমার কর্তব্য ভালো খেলে এবং টিম ম্যানেজমেন্টের অংশ হিসেবে দলকে ভালো জায়গায় নিয়ে যেতে সহযোগিতা করা। বিসিবির সিদ্ধান্তে আমি খুশি। তাদের বিশ্বাসের মর্যাদা যেন ধরে রাখতে পারি।

আরও পড়ুন

×