ওয়াসেমকে নেতৃত্বে ফিরিয়ে বাংলাদেশ সিরিজের দল দিল আমিরাত

আরব আমিরাতের টি-২০ অধিনায়ক ওয়াসেম। ছবি: ক্রিকইনফো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ মে ২০২৫ | ১৮:২৭
বাংলাদেশের বিপক্ষে আগামী ১৭ ও ১৯ মে দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাত। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় ওই দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে স্বাগতিকরা। ঘোষিত দলে পুনরায় আরব আমিরাতের টি-২০ অধিনায়ক হয়েছেন মোহাম্মদ ওয়াসেম।
গত বছরের অক্টোবরে ওয়াসেম টি-২০’র নেতৃত্ব ছেড়ে দেন। তখন জানিয়েছিলেন, ওয়ানডে ব্যাটিংয়ে মনোযোগ বাড়াতে টি-২০’র নেতৃত্ব থেকে তিনি সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ওয়াসেমের জায়গায় টি-২০’র নেতৃত্বভার দেওয়া হয়েছিল রাহুল চোপড়াকে।
ওয়াসেম আরব আমিরাতের সেরা টি-২০ ব্যাটার। তিনি তিন সেঞ্চুরি ও ২০ ফিফটিতে আড়াই হাজারের ওপরে রান করেছেন। বাংলাদেশ সিরিজের আগে আরব আমিরাত টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বে নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলে হেরেছে।
সংযুক্ত আরব আমিরাতের টি-২০ দল: মোহাম্মদ ওয়াসেম, আলিসান সারাফু, আরিয়ানশ শর্মা, আসিফ খান, ধ্রুব পরাশর, ইথান ডি সৌজা, হায়দার আলী, মতিউল্লাহ খান, মোহাম্মদ জাওয়াদউল্লাহ, মোহাম্মদ জোহাইব, রাহুল চোপড়া, সাগির খান, সঞ্চিত শর্মা, সমরজিৎ সিং।
- বিষয় :
- সংযুক্ত আরব আমিরাত
- বাংলাদেশ ক্রিকেট